ইদানীং স্মরণ করা হয় শয়ন করা হয় না ।
আসমান থাইকা পড়ছে জল
ভিজে চলছে রোড-ঘাট, বাজার-হাঁট
ফুল, পাতা,গাছ।
ছুঁইলে তুমি
নিভে যায় অনল।
আমি তো ভিজতে থাকি বারোমাস।
ইদানীং স্মরণ করা হয়
শয়ন করা হয় না
পায়চারী চলে খাওয়ার পর
অভ্যাস পুরনো
সহজে যাবে না।
আসমান থাইকা রহমত আসে
সেই রহমতে অনেকে সারে সহবাস
অনেকের হয় কারাবাস!
আমিও... বাকিটুকু পড়ুন
