
কোথায় যাবো আমি?
নিজেকে লুকিয়ে রেখে লাভ নেই
আমার বিশেষ কবিতা তুমি
দক্ষ শ্রমিকের মতো
নানান রুপে তোমায় প্রতিদিন গড়ি।
অতৃপ্ত আত্মাকে ঠান্ডা করার লক্ষ্যে
কাছে টেনে নেই বারবার তোমাকে
ভুল
শুদ্ধতা
ওসবের ধারেকাছে যাবার ইচ্ছে নেই
চোখ দুটি সিগনালের লাল বাতি
বদলে দিতে কেবল পারো তুমি।
কোথায় যাবো আমি ?
যাবার জায়গা
এবং আমি
ক্রমশ সংকুচিত হতে হতে
লাল নীল রঙ মেশানো ক্ষুদ্র উলের বল
মেলে দিতে শত চেষ্টা
কখনো করবে কি?
নিজেকেই নিজে আছড়ে মারার বদলে
পুনরায় বেঁচে থাকবার লোভে
কবিতার পথে
তোমায় তাই ডাকি।
কোথায় যাবো আমি?
কার কাছে?
প্রশ্নের উত্তর
যদিও জানো তুমি
ইশ্বর ,
সে তো সকলের
নয় আমার একান্ত ব্যক্তিগত প্রপার্টি।
যাবার আগে বলছি ,
নিষিদ্ধ ফল ছিঁড়ে অপেক্ষা করছি
নিমন্ত্রিত একমাত্র অতিথি তুমি
দেখিনা কি করে ঈশ্বর
দেয় কেমন শাস্তি?
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৪ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



