
আমি নিশি ঘুমে তোমাকে পাই
আর জেগে গেলে তো কথাই নাই
তোমার কাছে ছুটে আসি
যেন তুমি ছাড়া কোন গতি নাই
আমি তোমার কাছে কি চাই?
শরীর?
মন?
আসলে দুইটাই।
বৃষ্টি জলের মতন তোমাকে ভিজিয়ে ছাড়ি
রোদের মতন শুকিয়ে মারি
চুম্বনে চুম্বনে তোমাকে অস্থির করে
নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে
বুক গহিনে তোমার রোজ ঘুমিয়ে থাকি
যেন অস্পষ্ট কোন স্বরলিপি
এখন বলো,
তুমি ছাড়া
অন্য কোথাও যাওয়ার
সামান্য রাস্তা কি দেখতে পাই?
এসো চুমু খাও
অথবা ছুঁড়ে ফেলে দাও
পথের কাঁটা ভেবে
দু:খ যে নাই
কতটুকু আর দিবে দু:খ
সবটুকু শুষে শুষে নিজেকে সারিয়ে নিব
তোমার সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা যে নাই।
তোমার শরীর টানে যেমন ভীষণ
মন টানে তারচেয়ে দ্বিগুন
এসো তবে
তরতাজা সময় যাচ্ছে নিভে
ঠোঁটে ঠোঁট লেগে থাক
দুটি শরীর মন এক হয়ে
ভাবনা থেকে বাস্তবে আসা যাক ।
প্রেয়সী আমার ,
আলগা কর খোপা
নয়নে নয়ন হোক বন্দী
তুমি মানে প্রেম
প্রেম মানে তুমি
এ দাবী করে করে
একদিন চলে যাবো
প্রেম মানে শক্তি
প্রেম মানে ,
ঈশ্বর ! ঈশ্বর ! ঈশ্বর !
সত্যি !
এর বেশী কিছু জানা নাই।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২৪ রাত ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




