
কি চাও তুমি?
উজাড় হয়ে গেছি
দেবার নেই কিছু
অথচ
দিতেই এসেছিলাম
একটা ঘন বর্ষার দুপুর
দু চার কথা
লেগে যেন থাকে দাগ কিছু গরম চুমুর।
কি চাও তুমি?
সময় নিয়ে জানিয়ে দিও
অথবা
ক্ষুদে বার্তায় পাঠিয়ে দিও
আহা !
লজ্জা করছে?
শেষ বেলায় যখন শ্বাস কষ্ট উঠবে
দু চোখ ইচ্ছের বিরুদ্ধে বুজে আসবে
সমস্ত লেনদেন যখন চুড়ান্ত ফল প্রকাশ করবে
তার পূর্বে বলে দিও
কি চাইতে
এ পোড় খাওয়া মানুষটির কাছে।
আমি কি চাই?
কিছুই না
আবার মেলা কিছু
শুনবে?
না,
থাক
আমার কথা আমার হয়ে হৃদ গহীনে ঘুরে বেড়াক।
কি চাও তুমি?
সীমাহীন আকাশের মতো প্রেম?
ও ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে
মজুদ যা ছিল তা অযত্নে অবহেলায়
শ্যাওলা জমা পথ হয়ে গেছে
অথবা অমন
যেন একটা সাদা সলতে আগুনে পুড়ে পুড়ে
কালচে কালো
আগুন পেলে ফের না হয় জ্বলবে।
কি চাও তুমি?
কি চাও?
বলো,
বলো এ হৃদয় শুনবে।
উঁচু তলার বাড়ি?
এ শহর ?
হরহামেশা বিদেশ ভ্রমণ?
বড় নেতার পাশের আসন?
কি চাও
বলো?
খুলেই রেখেছি সমস্ত আগল
গলে যাচ্ছে ভিতরের জমা আইসবার্গ
এসো তুমি
এসো
আমার যে চাই এক আঁজলা জল
বাতাসে উড়ে বেড়ানো শুধুই তোমার আঁচল।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





