
তোমার কথা ভাবতেই
মুহুর্তগুলি কেমন রঙিন পাখা মেলা
প্রজাপতির মতো উড়ে বেড়ায়
আমি বেশ খোশমেজাজে
কবিতার নেশায় তখন বুঁদ
কতো যে করি পাগলামি।
দূরের আকাশটাকে কাছে টেনে নিয়ে আসি
এ শুধু তোমার জন্য করি
আর শত শত নক্ষত্রগুলো
এক সাথে জড়ো করে
তোমার অলংকার বানিয়ে
বিস্ময়ে তাকিয়ে থাকি।
জানালার পর্দা দাপাদাপি করে
বুকের ভেতর আগুন জ্বলে
মনে হয়
প্রখর রোদে ঘুরছি মাঠে মাঠে
কি যে এক কষ্ট
সত্যি ,
তোমাকে দ্বিতীয়বার দেখতে
প্রতিটি পুরুষ ঘাড় ঘুরাতে বাধ্য।
ছিপ ফেলে রাজ্যের ভাবনা নিয়ে বসি
শুধু কথা হয় আমার সনে জলের
কিছু টের পেলে
ভাসিয়ে দিও যেদিক খুশী
হয়না মিল কভু মনের সনে মনের।
মধ্য রাতে কান পেতে যাই
তোমার পায়ের আওয়াজ পেলে
উল্লাসে ফেটে
চিৎকার শুরু করি
হে ঈশ্বর !
নরক থেকে তার শরীরের সুবাসে
বেহেশতের স্বাদ পাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৪ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




