
=নতুন দিনে নতুন আকাশ=
ও আকাশ তুই কী রূপ পাল্টাবি?
নাকি থেকে যাবি আগের মত?
তোর বুকে কী বিবর্ণ মেঘই রাখবি
না কিছু শুভ্র মেঘ তুলবি বুকে।
ও আকাশ নতুন দিন আসছে,
তুই কী মেতে উঠবি আনন্দে
রংধনু কী উঠাবি প্রশস্ত বুকে
জ্বালাবি ধরায় তোর রঙবাহারী স্বপ্ন বাতি?
ও আকাশ বুকে তুলবি
কালো মেঘের পাহাড়?
বৃষ্টি ঝরাবি?
নাকি চুপচাপ গোমট হাওয়া ছড়াবি অবেলায়?
ও আকাশ তোর চোখ ছুঁয়ে থাকবে কি
বিরহের নীল রং?
নাকি কিছু মেঘ রাখবি;
নাকি রোদ তুলে রাখবি তোর বুকের তাকে?
ও আকাশ তোর মুখ কী অন্ধকার করে রাখবি
নাকি আলোয় করবি ধরা আলোকিত?
শুভ্র মেঘেদের তুলে রাখ এবেলা;
তোর ঠোঁটে যেন বারোমাস শরত লেগে থাকে।
ও আকাশ বছর পাল্টে যাবে;
তুই কী তোর রূপ বদলাবি,
নাকি নয়নতারায় তুলে রাখবি চৈত্র?
চৈত্র গ্রীষ্ম নয় তোর বুকে চাই হরদম শরত উড়ুক।
বুঝেছিস?
================
©কাজী ফাতেমা ছবি
০৮/০১/২৫

সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



