আজকে দুপুরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় ভাবছিলাম কথাগুলো......
আর কতোকাল আমরা অত্যাচার সহ্য করে যাবো?
আমরা কি পারিনা আবার এক হতে? আবার যুদ্ধ করতে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে?
নাকি আমাদের সাহস হারিয়ে গেছে??? সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে আমাদের মনুষত্য বোধ
জানি কথাগুলো পরিচিত, কারো কারো মনে হয়তো প্রশ্ন আসতে পারে, বলতে তো পারে সবাই কিন্তু করে কয়জন? ঠিক এই কথাটাই আমিও বলতে চাই.... আজকে আমাদের দেশের আমাদের মতো বসে বসে বাঘ, সিংহ মারার লোকের দরকার নেই। দেশের দরকার আজ কাজ করার লোক। যারা কোনো অন্যায় দেখলে প্রতিকার করবে নিজ হাতে... কারো সাহায্যের আশায় বসে না থেকে, সেই ধরনের লোক। সব কথাই আমাদের জানা। তবুও নতুন করে বলার কারণ হলো, আমাদের ক্রীতদাস সত্বা টাকে ভাঙার জন্য। অন্তত আমার কয়েকটা স্বার্থলোলুপ মানুষের কাছ ক্রীতদাস হয়ে থাকতে আর ভালো লাগছেনা। আসুননা আরেকবার চেষ্টা করি আমাদের দেশটা কে আমাদের মতো করে গড়ার... কেনো অন্যের হাতে সপে দেবো আমাদের? কোনো এক কবিতায় পড়েছিলাম ----
স্বাধীনতা মানে অধীনতা থেকে মুক্ত নয়
স্বাধীনতা মানে হলো স্বাধীন ভাবে অধীনতাকে বরণ করার শক্তি।
যদি এখনও সবাই আমার মতো ক্রীতদাস না হয়ে যান, তবে আসুন না আরেকবার যুদ্ধে নামি?
তখন নয়তো এই ক্রীতদাসও নেমে আসবে আপনাদের সাথে........
মেঘ যতই ভারী হোকনা কেনো একসময় তাকে হারতে হবেই সূয্যর্ের কাছে
সেই নতূন সূর্য্যের আলো চোখে দেখার প্রতীক্ষায়
অন্ধ ক্রীতদাস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


