মানুষ নামে দুই পা ওয়ালাদের প্রেম নামক জিনিসটা সাথে জড়ানো একেবারে সহজ ব্যাপার।
ক্ষুদ্র থেকে বৃহত্তর,যদিও প্রেম ভালবাসার কোন সীমা নেই অনেকটা এইসব ব্যাপারে নানা তথ্য মিলে কাজ কর্মের উপর।
মেয়েটির মা নেই, মা'হীন এক মেয়ে এলাকার মাইল দেড় এক দূরে তার বাড়ি। ছোট কালে (১০-১১ বছরে) মা'কে হারিয়ে ফেলেছে,বেড়ে উঠেছে মাতৃঘরে একটু ভালবাসা/তিরষ্কারের মধ্য দিয়ে।
একটি কালে এসে পড়েছে মেয়েটি,১৭ বছর বয়সে।
মা'হীন নানী'মার সাথে নিজেকে গড়ে তুলেছেন, নানী'মার যটুক সম্ভব মায়ের ভালবাসার স্বাদ দিয়েছে।
কিন্তু কি কখনো সম্ভব মায়ের ভালবাসার স্বাদ আর অন্যের ভালবাসা…!
এই এক মায়াময় মেয়ের প্রেমে পড়টা খুব স্বাভাবিক,
একটি মাধ্যমে পরিচয় মেয়েটির সাথে,অদ্ভুত হওয়ার মত জীবন কাহিনী গুলো শুনে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম মেয়েটির সাথে,
বন্ধু হিসেবে গ্রহনও করেছিল।
একেবারে ফর্সা নয় শ্যামলা হলদে রঙ্গের মেয়েটির কাছ থেকে বার বার জানতে চাইতাম তার শৈশব নিয়ে, বলতে চাইতো না।
বললে, আবার নিজের মায়াকে সামলাতে না পেরে তাকে অফ করে দিতে বলতাম, এসব আর বলো না।
একটি আশ্বা ছুড়ে দিয়ে বলতাম তোমার কেউ নেই টিক আছে বুঝলাম, আমি তো আছি…!
আর মেয়েটি বলতো আপনি তো আমার কেউ নন আপনি থেকেও কি না থেকেও কি…!
তখন নিজে নিজে আমি নিজেকে হারিয়ে ফেলতাম, আসলেই তো আমি তো ওর কেউ নয়।
মাঝে মাঝে ক্ষমাও চেয়ে নিতাম প্রতিজ্ঞাও করতাম তোমার সাথে আর আলাপ করবো না।
এইসব কথা শুনলে মেয়েটি কান্না শুরু করে দিতো,আমার তো কেউ নেই মনের কথা গুলো বোঝাবার আপনাকে বলি, বলে আপনি এইসব বলবেন।
আপনাকে তো আমি খুবই বিশ্বাস করি একজন ভাল বন্ধু ভাবিও…
এভাবে একবছরের চেয়ে বেশি বন্ধুত্ব, দ্রুত কাজ সেরে বাকী সময়ে ব্যস্ত থাকতাম তার সাথে ফোন আলাপে।
এভাবে চলতে চলতে জড়িয়ে গেল এক অন্ধ ভালবাসায়।
বন্ধুত্বের পর স্থান পেলো ভাল লাগার তারপর ভালবাসার শুরু…
দুজনের মাঝে আর অজানা রইলো না তারা একজন একজনের প্রেমে পড়েছে।
সারাদিন নানা সময়ে ফোনে কথা হতো এমনকি রাতেও।
প্রতিদিন নানা কথায় হাঁসি খুশি ঝগড়া এইসব দিয়ে চলছে।
মেয়েটি সারাদিন ছেলেটিকে নিয়ে ভাবতো আর ছেলেটিও কম নয়।
প্রতিরাতে এক দীর্ঘ সময় ফোনে আলাপ হতো,সারা দিন নানা কথাবার্তা বলে কাটত রাতের বেলায় মেয়েটি তার সাথে ঝগড়া শুরু করত নানা চিন্তায় রাখতো, ছেলেটিও মেনে নিতো তার বকা ঝকা।
ছেলেটি শুধু ভাবতো মেয়েটির তো কেউ নেই আমি ছাড়া,আমি না হয় রাতে ঘুমাতে পারবো না এ নিয়ে আমার সমস্যা নেই, আমার কথায় যদি ও কষ্ট পেয়ে রাতে ঘুমাতে না পারে, এতে তো আমি আরো বেশি কষ্ট পাবো।
মেয়েটির কথা গুলো নিয়ে ভাবতে ভাবতে ছেলেটি অনেক রাত নির্ঘুমে কেটেছে।
একদিন ছেলেটি এক বড় প্রতিজ্ঞা বদ্ধ করে মেয়েটিকে জিজ্ঞাস করলো,
একটি কথার উত্তর দিবা…?
মেয়েটি রাজি হয়ে বলল হ্যাঁ…
তুমি কি মজা পাও,রাতের বেলায় ফোনে আমার সাথে ঝগড়া করে,
একটু নিশ্চুপ হয়ে কিছুক্ষণ পর মেয়েটি উত্তর দিল, হ্যাঁ খুব বেশি মজা পায় যা আমি রাতে ঘুমাতে পারি না, তোমার সাথে শুধু ঝগড়া দিতে রাতে একটু ঘুমাবো বলে কিন্তু ঘুমানো হয় না,তোমার কথা চিন্তা করতে করতে রাতটা ফুরিয়ে যায়।
তুমি কি বোঝ না,
তোমার সাথে কেন ঝগড়া দেই…?
হ্যাঁ, আমি সবই বুঝি আমাকে কষ্ট দেওয়া তোমার এই জটিল কৌশল কেমনে বুঝবো না…!
সত্যি বিশ্বাস করো তোমাকে ছাড়া রাতটি কাটে না,তোমায় ভেবে দিনের সাথে দেখা মেলে।
এ কি তাই…!
তাহলে অপেক্ষায়,
সামনে কি হয় দেখা যাবে…
|
|
ওনাদের জন্যে দোয়া করবেন খুব কাছে এক বন্ধুর চলমান প্রেম কাহিনী থেকে…
বন্ধুর জন্যে লিখাটি উৎসর্গ করলাম।
দুজনের নাম গুলো প্রকাশ করলাম না।
(অনেক কাহিনী আছে তবুও অল্পতে শেষ করলাম)
লেখক,
হাফিজ আসাদ।
০২-০৩-২০১৬ ইং
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৩