সময়
দেশাত্ববোধে জন্ম নিয়ে তাগড়া যৌবন
কালবৈশাখীর ঝড়ের বেগ পেয়ে-
সত্যের আলোয় দূর আগামীতে স্থির হয়৷
ইতিহাসের যুক্তিনিষ্ঠতায় বুঝে নেয় পথ
শিক্ষার চাদর মুড়িয়ে হেঁটে চলে
পথ থেকে পথে অগনন পদক্ষেপে৷
জীবনের ভাসানো ভেলায়-
ইচ্ছাকে হত্যা করে নিজেকে জড়িয়ে নেয়
মানুষ ও মনুষ্যত্বের স্বীকৃত মতবাদে৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




