বি দ্র:লেখাটি আমার যেকোন দলীয় স্বার্থস্বিদ্ধির উর্দ্ধে।
ছোটকালে একটি গল্প শুনেছিলাম। একদিন এক বাঘ আর হরিণ নদীতে পানি খেতে গেছে। বাঘের পানি খাওয়ার যায়গাটি সর্বদা নদীর উজানে সংরক্ষিত আর হরিণ পানি খেত ভাটিতে। বাঘের শিকারী রক্ত মাথায় ওঠায় হরিণকে অভিযোগ করল - এই পুচঁকে পানি ঘোলা করতেছিস কেন? হরিন বলল,আমি ভাটিতে পানি খেফে কিভাবে আপনার পানি ঘোলা করছি? জবাবে বাঘ বলল,ওহ তোর দাদা একদিন করেছিল।
আমাদের দেশে এখন চলছে বাঘের পানি খাওয়ার এপিসোড। ব্লগে ইসলামকে কটাক্ষ করে ব্যাপক লেখা লেখা হত বা হয়(বর্তমানে আর খূঁজে পাওয়া যাচ্ছে না)। আমরা যারা ব্লগিং করি আমাদের সবার জানা। আমরা ব্লগ থেকে এর অনেক প্রতিবাদও করেছি। এবং বিভিন্নভাবে এই নাস্তিক চক্রের অপমানের স্বীকার হয়েছি। এর মাধ্যমে এইসব গুবরেকীট ব্লগ এবং পেসবুকে একটি অবৈধ সমাজ তৈরি করেছিল যা আরও দিন দিন ভয়াবহ হচ্ছিল। এই কথাটি প্রকাশ করতে গিয়ে মাহমুদুর রহমান আজ হরিণ হয়ে গেছেন। এটিতো আরো আগে আমাদের প্রকাশ করা উচিত ছিল। এর জন্য আমার আফসোস হয়। আগে প্রকাশ করলে এ সব নাস্তিকদের দর্প চুর্ণ হত এবং তারা আরাও আগে বুঝতে পারত যে, এদেশের মানুষ তাদের কতটা ঘৃনা করে।
আমি এখন অবাক হই যে, যারা এগুলো লিখলো তারা বেশ জামাই আদরে থাকছে আর প্রকাশের দায়ে আমার দেশ বিতর্কিত হচ্ছে। গ্রামে একটি কথা প্রচলিত আছে যে,"করলে দোষ নাই বললে দোষ"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


