ব্লগে এখন একটা প্রতিযোগিতার আমেজ চলছে। এমন আমেজ অতীতেও এসেছে, ভবিষ্যতেও আসবে। সেই কথা মাথায় রেখেই আমার একটা প্রস্তাবনা আছে।
দীর্ঘ প্রায় এক দশকের ব্লগীয় আভিজ্ঞতা থেকে আমি দেখেছি, ব্লগারগণ কেউই রাগ-অনুরাগ-বিরাগের উর্ধে না। ব্লগটাকে যদি একটা বৃহৎ দেশ ধরি, তাহলে এখানে অনেক ছোট ছোট পকেট দেশ আছে, যারা বৃহত্তর চিন্তা না করে তাদের নিজস্ব গন্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে। তারা তাদের বাইরে যেতে চায় না, কিংবা যাওয়ার চেষ্টা করে না। ফলে তাদের মাথা থেকে যাই বের হয়ে আসুক না কেন, সেটা বৃহত্তর না হয়ে ক্ষুদ্রতর হতে বাধ্য। এই প্রবণতাকে আমি খারাপ বলছি না, শুধু বলছি, এটার কারনে বিচারক নির্বাচন কার্যক্রম প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। যার ফলে শুধু বিতর্ককেই উস্কে দেয়া হবে। অতীতে এমনটা এই ব্লগেই দেখেছি, ভবিষ্যতেও দেখবো।
একটা উদাহরন না দিলে বিষয়টা পোক্ত হয় না।
ব্লগে প্রচুর ভালো ভালো লেখা আসে। কিন্তু সেসব লেখা পাঠক টানে না। কারন কি? কারন হলো সেইসব ব্লগার-লেখকগণ নিজের পোষ্ট নিয়েই থাকেন, অন্যের পোষ্টে গিয়ে মন্তব্য করা কিংবা ব্লগীয় মিথস্ক্রিয়াতে সম্পৃক্ত হন না। ব্লগের একটা অলিখিত নিয়ম হলো, ''অন্যের লেখায় মন্তব্য করেন, নিজের লেখায় মন্তব্য পাইবেন''। অপরদিকে প্রচুর অখাদ্য পোষ্টও ব্লগে আসে, সেসবে প্রচুর মন্তব্যও আসে। কারন ওই একটাই। সেইসব ব্লগার-লেখকগন ব্লগীয় ইন্টারেকশান নিয়মিত করে থাকেন। এই যে পরিচিত আবহে বিচরণ, এটা মানুষের একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সমস্যা হয়, যখন কোন ব্লগার কোন প্রতিযোগিতার জন্য বিচারক নির্বাচিত কিংবা মনোনীত হন। কারন, ব্যাক ইন দ্য মাইন্ড, তাদের যে পছন্দ কিংবা অপছন্দ, সেটা কার্যকলাপে ফুটে ওঠার সমূহ সম্ভাবনা থাকে। এমনকি সেটা ফুটে না উঠলেও কেউ চাইলেই ফুটো বের করতে পারে। ফলে, প্রতিটা ব্লগারের যে মাইন্ডসেট, সেটা থেকে বের হওয়া, অথবা তাকে বের করে আনা মোটামুটি অসম্ভব। অসম্ভব সেই অর্থে...........যদি আপনি একটা হিউম্যান ক্যারেকটারকে যথাযথভাবে বিচার-বিশ্লেষণ করেন।
হিউম্যান ক্যারেকটারই হলো, আমরা আমাদের সুহৃদদেরকে, শুভাকাঙ্খিদেরকে; অথবা সোজা বাংলায়, যাদের সাথে আমাদের বেশী মাখামাখি আছে তাদেরকে ফেভার করবো। না চাইলেও আমাদের মনের মধ্যে তারা বিরাজ করবে, প্রভাবিত করবে, সর্বোপরি, ফলাফল প্রকাশের ক্ষেত্রে স্বজনপ্রীতির সম্ভাবনা তৈরী করবে।
কেউ কেউ হয়তো বলবেন যে, বিচারক তো একজন থাকবে না। তিন বা ততোধিক থাকবে। তাহলে সমস্যা কি? সমস্যা হলো, সেক্ষেত্রে একটা চেক এন্ড ব্যালেন্স হয়তো হবে, কিন্তু পরিচিত প্রতিযোগীরা কিছুটা হলেও এগিয়ে থাকবে; যেই সুবিধাটা অপরিচিত বা স্বল্প-পরিচিতরা পাবে না। কাজেই লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে ব্লগারদের বাইরে থেকে বিচারকের মনোনয়ন দেয়ার কোন বিকল্প নাই।
হ্যা, একটা সমস্যা হতে পারে। ব্লগ কর্তৃপক্ষ যদি বলেন যে, আমাদের বাইরে থেকে যোগ্য বিচারক যোগাড় করার সক্ষমতা নাই। তাহলে অবশ্য ভিন্ন কথা। তবে, ব্লগের ঘোরতর শত্রুরাও সম্ভবতঃ এই কথা বিশ্বাস করবে না।
আরেকটা কথা এই সুযোগে বলে নেই। এই ধরনের প্রতিযোগিতার আয়োজন কি শুধুই ব্লগ কর্তৃপক্ষ করবে? কোন ব্লগার যদি কর্তৃপক্ষের ছত্রছায়ায় এই ধরনের আয়োজন করতে চায়, তাহলে কি কোন সমস্যা আছে? আমি মনে করি, বিভিন্ন কারনে প্রতিমাসে বা নিয়মিতভাবে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়তো কর্তৃপক্ষের পক্ষে সম্ভব হবে না। সেক্ষেত্রে কোন ব্লগার যদি এমন আয়োজন করতে চায়, তাহলে করতে পারা উচিত।
সবাইকে ভুয়া মফিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা!!!
ছবিসূত্রঃ view this link