প্রকৃতির থেকে শিক্ষা
একেক টি সকাল আসে, আমাদের বলতে-
স্বপ্নের দিকে তাকাও, গতরাত গেছে চলে।
একেক টি ভোর স্বপ্ন কে, ডেকে বলে-
সময় খুব অল্প, গল্প টা কে নাও সাজিয়ে।
একেক টি সূর্যোদয়, হাতছানি দিয়ে বলে-
পুরোনো কে ভুলে নয়, সাথে করে নিতে।
সময় বলে- ধীরে চলো তবু, থেমে যেও না
পরে দ্রুত চলতে পথে, হোচট খেয়ে স্বপ্ন কে ফেলবে... বাকিটুকু পড়ুন

