একেক টি সকাল আসে, আমাদের বলতে-
স্বপ্নের দিকে তাকাও, গতরাত গেছে চলে।
একেক টি ভোর স্বপ্ন কে, ডেকে বলে-
সময় খুব অল্প, গল্প টা কে নাও সাজিয়ে।
একেক টি সূর্যোদয়, হাতছানি দিয়ে বলে-
পুরোনো কে ভুলে নয়, সাথে করে নিতে।
সময় বলে- ধীরে চলো তবু, থেমে যেও না
পরে দ্রুত চলতে পথে, হোচট খেয়ে স্বপ্ন কে ফেলবে হারিয়ে।
একেক টি দিন, তব সত্তা কে ডেকে বলে-
ভুল হবে তবে তা, শুধরে নিতে ভুল করো না।
আলো বলে চলে, নিজের শক্তি তে চলো
ধার করা বিশ্বাসের পথ, কখনো মাড়িও না।
আকাশ বলে - উদার হও বটে, পরের তরে
নিজ সত্তার কথা, ভুলে যেও না।
মেঘ ডেকে বলে- শক্ত হয়ে চলো এগিয়ে
তবে প্রয়োজনে, নরম হতে দ্বিধা করো না।
নদী বলে ওঠে- নিরবধি চলো বয়ে
সাগরের লক্ষ্যে মিশতে, দেরি করা চলে না।
বায়ু বলে হায়- সময় ফুরায়ে যায়
থেমে থাকা না মানায়, এ বেলা আর ফিরবে না।
গোধূলির হয় আওয়াজ- সৃতি করে ভাজ
জীবনের অস্তাপারে দাঁড়িয়ে, প্রয়াণের কথা কেনো স্বরো না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






