বিশ্বকাপের পুরস্কার বিতরণমঞ্চের কোথাও দেখা যাচ্ছে না আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। আমাদরে মহামান্য পরকিল্পনা প্রতমিন্ত্রী। তবে কি দাদাদরে রোষানলে পড়েই আজন্মলালতি স্বপ্নটা সত্যি হলো না। বিশ্বকাপজয়ী অধনিায়করে হাতে তুলে দিতে পারলনে না স্বপ্নের ট্রফিটা।
কলকাতার এক পত্রকিা আগের দিনই লিখেছিল এমনটা:
বিশ্বকাপ পাবে কে-র মতোই দেবে কে, সেটাও অনিশ্চিত
ইডেনে সিএবি দফতরে ঢোকার মুখেই ডান দিকে একটা ছবি টাঙানো । জগমোহন ডালমিয়া বিশ্বকাপ তুলে দিচ্ছেন স্টিভ ওয়র হাতে। সাল ১৯৯৯ ইংল্যান্ড।
এটা বিশ্বকাপের ট্র্যাডিশনই যে আইসিসি প্রেসিডেন্ট সাধারণত চ্যাম্পিয়ন টিমের অধিনায়কের হাতে তুলে দেন। ছিয়ানব্বই বিশ্বকাপ ফাইনালে ট্রফি দিয়েছিলেন বেনজির ভুট্টো যেহেতু রাষ্ট্রপ্রধান হিসেবে ফাইনালে উপস্থিত ছিলেন বলে। নইলে এটা আইসিসি প্রেসিডেন্টদেরই অধিকারের মধ্যে পড়ে। বিরানব্বইয়ে যেমন ইমরান খানের হাতে ট্রফি তুলে দেন তখনকার আইসিসি প্রেসিডেন্ট কলিন কাউড্রি। গতবার ধোনির হাতে কাপ তুলে দেন শরদ পওয়ার। পওয়ার দু’হাজার এগারোতে আইসিসি প্রেসিডেন্ট ছিলেন।
এই পরম্পরা মেনে রোববার জয়ী দলের হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার কথা আইসিসি প্রেসিডেন্ট এবং অধুনা বিতর্কিত বাংলাদেশের কেন্দ্রীয় মন্ত্রী মুস্তাফা কামালের। এমনিতে আইসিসির নতুন গঠনতন্ত্রে প্রেসিডেন্টের তেমন কোনও ক্ষমতাই নেই। যাবতীয় সিদ্ধান্ত আইসিসি চেয়ারম্যানই নিয়ে থাকেন। কিন্তু প্রেসিডেন্ট পদ অলঙ্কারিক হলেও আভিজাত্যের নিরিখে ভারতীয় রাষ্ট্রপতির মতোই। যেমন বিশ্বকাপ হাতে তুলে দেওয়াটা তাঁর অধিকার। চেয়ারম্যানের নয়।
যত লড়াই এই ট্রফি নিয়ে। ক্লার্ক বনাম ম্যাকালামের পাশাপাশি চলছে শ্রীনিবাসন বনাম মুস্তাফা কামালও। ছবি: গেটি ইমেজেস
কিন্তু শনিবার রাত থেকে শোনা যাচ্ছে মুস্তাফা কামাল ট্রফি দিন, আইসিসির একাংশ চাইছে না। আর তার মধ্যে অগ্রগণ্য আইসিসি চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন। মুস্তাফা কামালের ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে করা মহাবিতর্কিত সব মন্তব্যে আইসিসিতে অন্যদের মতো শ্রীনিও ভয়ঙ্কর রুষ্ট। শোনা যাচ্ছে এ দিন তিনি কামালকে বলেছেন, ম্যাচের ফল আগেই ঠিক ছিল জাতীয় যে সব কথা আপনি বলেছেন তার পর আর এই প্রতিযোগিতার সর্বোচ্চ পুরস্কার আপনার হাত থেকে দেওয়া শোভা পায় না। রাতের খবর অনুযায়ী, ওটা জয়ী দলের হাতে শ্রীনিই হয়তো তুলে দেবেন।
কামালের ঘনিষ্ঠ শিবির মনে করে, এটা করা হলে তিনি ছেড়ে কথা বলবেন না। বিশ্বকাপ হাতে তুলে দেওয়া যে কোনও ক্রিকেট প্রশাসকের স্বপ্ন। শেষ মুহূর্তে এসে সেটা বাধাপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট কর্তা উত্তেজিত হতেই পারেন। প্রশ্ন হল, শ্রীনির ইচ্ছে মেনে নেওয়া ছাড়া তাঁর উপায় থাকবে কি না? বিশেষ করে যেখানে ডেভ রিচার্ডসন-সহ প্রায় গোটা আইসিসি বাংলাদেশী মন্ত্রীর বিরুদ্ধে।
যা দাঁড়াল, কাপ কারা জিতবে আর কে দেবে—দুটো জিজ্ঞাসাই রোববার পর্যন্ত ঝুলে থাকল!
আলোচিত ব্লগ
Grameen Phone স্পষ্ট ভাবেই ভারত প্রেমী হয়ে উঠেছে

গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।
কারনে... ...বাকিটুকু পড়ুন
কম্বলটা যেনো উষ্ণ হায়

এখন কবিতার সময় কঠিন মুহূর্ত-
এতো কবিতা এসে ছুঁয়ে যায় যায় ভাব
তবু কবির অনুরাগ বড়- কঠিন চোখ;
কলম খাতাতে আলিঙ্গন শোকাহত-
জল শূন্য উঠন বরাবর স্মৃতির রাস্তায়
বাঁধ ভেঙ্গে হেসে ওঠে, আলোকিত সূর্য;
অথচ শীতের... ...বাকিটুকু পড়ুন
ইউনুস সাহেবকে আরো পা্ঁচ বছর ক্ষমতায় দেখতে চাই।

আইনশৃংখলা পরিস্থিতির অবনতি পুরো ১৫ মাস ধরেই ছিলো। মব করে মানুষ হত্যা, গুলি করে হত্যা, পিটিয়ে মারা, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা, পুলিশকে দূর্বল করে রাখা এবং... ...বাকিটুকু পড়ুন
হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...
হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...

হ্যাঁ, সত্যিই, হাদির চিরবিদায় নিয়ে চলে যাওয়ার এই মুহূর্তটিতেই তার খুনি কিন্তু হেসে যাচ্ছে ভারতে। ক্রমাগত হাসি।... ...বাকিটুকু পড়ুন
হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?
হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?
হাদিকে মারল জামাত/শিবির, খুনি নাকি ছাত্রলীগের লুংগির নীচে থাকা শিবির ক্যাডার, ডাকাতি করছিল ছেড়ে আনলো জামাতি আইনজীবি , কয়েকদিন হাদির সাথে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।