আচ্ছা, নফল নামাজ পড়া হয় তো আল্লাহর কাছে শুকরানা আদায়ের জন্যও, নাকি? শুকরানা এজন্য যে, আল্লাহ রহমত দিয়েছেন তাই কোনো কাজ সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। এ কারণে আল্লাহ তায়ালার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে নতজানু হয়ে বা সিজদা দিয়ে আল্লাহর গুণগান গাওয়া। তাইতো, নাকি? অবশ্য, পানা বা ক্ষমা চেয়েও নফল নামাজ পড়া হয়। দোষের ক্ষমা চেয়ে মুক্তি চেয়ে এই নামাজ আদায় করা হয়।
আবার যেমন- মিলাদ পড়ার নিয়ম রসুলের (সা.) জন্মদিনে শুকরানা আদায় বা উদযাপনের জন্য। যদিও মিলাদ আমাদের দেশে মৃত্য (সঠিক বানানটি অনেক চেষ্টার পরও ব্লকের ত্রুটির কারণে লিখতে পারলাম না বলে দুঃখিত) বার্ষিকীর দিনেও পড়া হয়ে থাকে (এক নম্বর রাজাকার গু. আযমের বইতেও আছে বিষয়টি)।
তো, জামাত কি বুঝে না বুঝে নাইকো দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও রাজাকার মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদনের পর শুকরানা আদায় করল! এটাকি তাদের দলীয় কোন্দলে কোনো পক্ষ এই কর্মসূচি দিল। নাকি নিরীহ (ইনোসেন্ট) ভূল করে এই কর্মসূচি! অথবা মাপ চেয়ে অথবা আল্লাহর কাছে পরিত্রান চেয়ে এই নফল নামাজ ও দান খয়রাত?
আর ডিয়ার বা প্রিয়/হরিণ কি বোঝাতে এই প্রতিবাদ জানালেন?
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৮ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




