আপ্পি,
জানো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। সবাইকে বলি যে তুমি আমার বোন। আল্লাহ সবাইকে এমন বোন দেয় না, তোমার মতো বোন পেতেও সাধনার প্রয়োযোন। আচ্ছা আপ্পি, ছোটবেলার সেই কথা কি মনে আছে? কত দুস্টামি করেছি। আজ নিজেকে অনেক একা লাগছে, ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে।
তোমাকে প্রশ্ন করতে ইচ্ছে হয়, তুমি বিয়ে করলে কেন আপ্পি? নিজের সাথে যুদ্ধ করি, নিজেকে বোঝাই মেয়েদের অন্য ঘরে যেতেই হয়। কিন্তু পারিনা। আজ আমি বড় একা হয়ে গেছি। তোমার সাথে অনেকদিন কথা হয় না, কি এমন কর তুমি? ৩ বছর সুযোগ হয় নি আমাকে একটা মেসেজ/কল দেবার? তোমার সাথে কাটানো প্রতিটা দিন আমার মনে আছে। প্রিয় মানুষ গুলোর সাথে কাটানো প্রিয় সব মুহূর্ত গুলো কেন বারবার স্মৃতির অ্যালবাম থেকে খুজে বেড়াতে হয় তা আমার জানা নাই। হয়তো এটাই জীবন। জানো আপ্পি, আজকাল তোমাকে আদর করে জড়িয়ে ধরতে খুব লজ্জা লাগে, কেমন জানি পর পর লাগে!! আচ্ছা আপ্পি, বিয়ে করলে কি আপু পর হয়ে যায়?
তোমার জন্য অনেক অনেক শুভ কামনা, অনেক ভালো থেকো তুমি।
তোমার ছোট্ট সাদী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




