
২০১৪ সালের ভোটের আগে খালাদা বলেছিলো যে, তার কাছে ১টা প্ল্যান আছে, যা ১ বছরের মাঝে বেকার সমস্যা ও বিদ্যুৎ সমস্যার সমাধান করে দিবে। তিনি প্ল্যানটি প্রকাশ করেননি, শর্ত দিয়েছিলেন যে, ভোটে জয়ী হলে বলবেন। উনাকে আওয়ামী লীগের লোকজন সাভারে জনসভা করতে বাধা দেয়; তিনি ভোটে অংশ গ্রহন করেননি; উনার প্ল্যান সেখানেই শেষ।
এখন উনার ছেলে, আমাদের জাতীয়-ডাকাত বলছে যে, উহার কাছে ১টি প্ল্যান আছে; এখনো প্রকাশ করছে না; দুতাবাস ও মিলিটারী উনাকে বিজয়ী ঘোষণা করলে হয়তো উনি উনার প্ল্যানটি জাতির সামনে বলবেন। নাকি মায়ের মতো, উনি বলার সুযোগ পাবেন না।
উনার প্ল্যান নিয়ে আমাদের "আইডিয়ার থিংক ট্যাংক, সত্যপথিক" যদি কোন আইডিয়া দিতে পারতেন, তা'হলে কমপক্ষে আমার ধারণাটা একটু বাড়তো।
মহা-ডাকাত যদি সত্যপথিকের পোষ্ট পড়ে, তা'হলে প্ল্যানটা হতে পারে, সৌদী আরবে "আলু রপ্তানী"। আর মহা-ডাকাত যদি না'হল তারকারীর পাঠক হয়ে থাকে, প্ল্যানটা হতে পারে মহা-ডাকাত মতিঝিলে নতুন টাকার নোট বিক্রয় করবে। বাংলাদেশে নতুন টাকার নোট এখন থেকে কারা সাপ্লাই দিবে? পাকিস্তান।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



