ভালোবাসা মানে দু'জনের পাগলামি,
পরস্পরকে হৃদয়ের কাছে টানা;
ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া,
বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহঁটি;
ভালোবাসা মানে একে অপরের প্রতি
খুব ক'রে ঝুঁকে থাকা;
ভালোবাসা মানে ব্যপক বৃষ্টি, বৃষ্টির একটানা
ভিতরে-বহিরে দু'জনির হেঁটে-যাওয়া;
ভালোবাসা মানে ঠান্ডা কফির পেয়ালা সামনে
অবিরল কথা বলা;
ভালোবাসা মানে শেষ-হয়ে-যাওয়া কথার পরেও
মুখোমুখি ব'সে থাকা।
ভালোবাসা মানে
ভালোবাসা মানে
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




