রিজক এর জন্য একটু ধৈর্য্য ধরতে হয়।প্রত্যেকের রিজকই নির্ধারিত।
আমাদের দেশে যেকোন সময়েই আমরা সে সময়ের ফায়দা নেই। বৃষ্টি হলে রিকশা,সিএনজি চালিত যান এমন কি উবারের ভাড়াও বেড়ে যায়। পর্যাপ্ত স্টক থাকার পরেও ঝড় বা বন্যায় পরিবহনে সমস্যা হলেই জিনিস পত্রের দাম, এমন কি বিশ্বের অন্য প্রান্তে সামান্য ভূমিকম্প বা দাবানল হলেও খুঁজে খুঁজে বের করা হয় ঠিক কোন জিনিসটার দাম বাড়িয়ে মানুষকে বিজ্ঞান সম্মত ভাবে( নয়ছয় বলে )গেলানো যায়। মনে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন সারা বছরই অক্ষাংশ দ্রাঘিমাংশ ধরে ধরে সারা পৃথিবীর সাম্প্রতিকতম জলবায়ু,যুদ্ধবিগ্রহের হাল নাগাদ পরিস্থিতি কিভাবে তাদের বাড়তি টাকার সংস্থান করবে সেটাই মনিটর করেন। আগাম ডেটা অ্যানালাইসিস করে কোন পণ্যটি কিছুদিনের জন্য লুকিয়ে রাখতে হবে সেটা ঠিক করে ফেলেন।
প্রায় সবাই মুখে মুখে ধৈর্যের কথা বললেও তার রিজকের অব্যাহত যোগান নিশ্চিত রাখার জন্য নিজেদের ধূর্ত মেধার উপরেই বেশি নির্ভর করেন। এজন্যই দেখবেন সামান্য রিকশাওয়ালা থেকে এয়ারলাইনসের মালিক পর্যন্ত সবাই প্রাকৃতিক দূর্যোগকে আশির্বাদ মনে করেন।
আজ শুনলাম ঢাকায় আকাশ কালো করে প্রচুর বৃষ্টি হয়েছে । আজ যদি কোন রিকশা /সি এন জি/ট্যাক্সি চালককে দেখেন আপনাকে হোস্টেজ না বানিয়ে প্রতিদিনের নির্দ্ধারিত ভাড়াতেই চলতে (জানি দেখবেন না ) তবুও য দি কাউকে পেয়েই যান অনুরোধ থাকবে আপনার সার্মথ্য মতো তাদের ন্যায্য ভাড়ার চেয়ে বেশি টাকা যোগ করে দেবেন ---ঈদ বলে নয় ; তাদের নির্লোভ স্রষ্টা প্রেরিত রিজক নির্ভরতার জন্য। সৎ ধার্মিক মানুষ আল্লাহ্ আজ ওয়াজালের কাছে সহজ অবারিত রিজকে পুরষ্কৃত তো হবেনই আমাদেরও উচিত এই দূর্লভ মানুষগুলির সততা এবং সংযম ধরে রাখতে উৎসাহিত করা। তাদেরকে সম্মানিত করা। চোখ কান খোলা রাখুন ভালো ভদ্র আচরণটিকে " এ আর এমন কি?" ভেবে অবহেলা করবেন না। কোন সৎকর্ম আর সংযমকেই অলক্ষ্যিত যেতে দেয়া যাবে না।ঘুরে ঘুরে এটি আবার একদিন আমাদের কাছে ফিরে আসবেই।
সুুকৃতির সকৃতজ্ঞ সপ্রশংস স্বীকৃতি নাই বলে আমাদের কেউ নির্বোধ মানুষকে তার সুন্দর মনটি মেলে ধরে না।
প্রতিদিনের অসংখ্য ছোট ছোট অকুন্ঠ অ্যাপ্রিসিয়েশনের ভেতরেই একটি জাতির মধ্যে সৌজন্য,সংযম আর কমপ্যাশনের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আজ আমরা যে সব দেশের মানুষের ভদ্রতা এবং নাগরিক দায়িত্ববোধের অভিজ্ঞতার গল্প করি তা রাতারাতি সেখানে অভ্যাসে পরিনত হয়নি ; তারা প্রত্যেকেই জানেন তাদের একটি ট্রিভিয়াল সৎ জেশ্চারও আন রিকোগনাইজড অপচিত হয়ে যায়না। মানুষের প্রতি মানুষের সুধারণা এভাবেই তৈরি হয়। একজন মানুষের একটি উচ্চারিত ধন্যবাদ স্রষ্টার প্রতি অন্য মানুষের কৃতজ্ঞতাই বাড়িয়ে দেয়..!
(বন্ধুর অনুপ্রেরণা মূলক বক্তব্য)