জীবনটা একদম সিগ্রেট হয়ে যাচ্ছে..
প্রতিটা মুহুর্তেই জমছে ছাইয়ের পরত।
যেটুকু অন্তঃসার, মিশে গেছে ধোঁয়াটে সুখে।
তবু আঙ্গুলের আলতো টোকার পর, ঠোঁট ছোঁয়াতেই
উস্মা ছড়াচ্ছে আগুন..
আর অহর্ণিশ, সারাটা সময় ধরে
ফুরিয়ে যাবার, কি ভীষণ তাড়া!
শালার জীবন! একটা গোল্ডলিফ, মাত্র চারটাকা..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


