আমার হবে না আর, আমার হবে না কিছু, আর কিছুতেই।
ভেঙ্গে গেছে ভুল সব, বুঝেছি সঠিক
ঘোলাটে কুয়াশা সব
কেটে গেছে, তারপর
দেখেছি আলোতে ফিরে, আঁধি আমাতেই
আমার হবে না আর, হবে না কিছুই আর, কোন কিছুতেই।
আমি রোদেতে সুবাস পাই, বৃষ্টিকে নারী মানি
সর্ষের ক্ষেতে দেখি উজ্বালা আগুন।
আমি রাত্রির প্রেমে কাঁদি, তারাতে বিলাই চুমু
আরকে মজেনি শিরা-ধমনীর খুন।
আমি জ্বোনাকী জন্ম দেই সোমপায়ী চোখে.....
আমি বিষাদের জল সেঁচে কুড়াই ঝিনুক....
আমি ব্যাথার জঠর খুঁড়ে
মুঠোভরে তুলে আনি
উপবাসী সুখ।
শুধু স্বার্থ বুঝি না, মুখে
শ্বাপদের জিভ নেই,
যুক্তির কুটিলতা আমার খেলে না
তোমাদের "সফলতা", "বিত্ত" বা "ক্ষমতা"
কিছুই আমার নেই, তোমাদের দেবতারা
আমাকে চেনে না।
আমি ভেঙ্গে ফেলি শাসনের কপাট...
আমি ছিঁড়ে চলি নিষেধের গ্রন্থি...
আমি কাটি না সাঁতার স্রোতে, ছুটি না মোহের খেদে,
আমার হবে না তাই; কিচ্ছু হবে না।
আমার ভেঙ্গেছে ভুল; আমার হবে না।
[২৯.০৬.২০১১, বিকেল ৫.০০টা, DLD পরীক্ষায় বসে D আমার সত্যিই কিছু হবে না
যে কথাটা না বললেই নয়ঃ
কবি আবুল হাসানের "আমি বুঝে গেছি, আমার হবে না" কবিতাটা সারাদিন ঘুরপাক খাচ্ছিলো মাথায়। কুইজের প্রশ্নটা পেয়ে মনে হল, আসলেই, আমার কিচ্ছু হবে না, আমি লাষ্ট বেঞ্চি, আমি সত্যিই মুর্খ-অকাঠ। কবি আবুল হাসানের কবিতাটা না পড়লে হয়তো এটা আমার লেখা হতো না কোনদিন। সোজা কথায়, মূল ভাবনাটা এসেছে ওখান থেকেই। কিন্তু আবুল হাসান তো আবুল হাসানই। কবিতাও মনে হয় না আমাকে দিয়ে হবে। কবির কাছে কৃতজ্ঞতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


