শুনুন! এই যে! হ্যাঁ আপনি, আপনিই__
এভাবে ছুটছেন যে! পালাচ্ছেন নাকি!
দু:খিত! দু:খিত! আপনারা পালাবেন কেন?
হ্যাঁ, তাই তো! আপনাদের কিসের ভয়!
ঐশ্বর্য আর ক্ষমতার শিবলিঙ্গ চুষতে চুষতে আপনারা পৃথিবী দ্যাখেন!
লজ্জা! আছে নাকি আপনাদের!
ভেবে দেখুন তো__
সেই সব নষ্টা মুহুর্ত গুলো, যারা মিথ্যের কাছে শরীর বেঁচেছে,
আর সত্যরা- বিকিয়ে গেছে হুড়মুড় ভেঙ্গে পড়া আবেগের পায়ে।
মনে পড়ে? নিপুণ তামাশার খোরাকী যোগাতে
হারিয়ে যাওয়া আমাদের সময়গুলো__
যারা এখন কালের গোরস্তান ভেঙ্গে বেরিয়ে আসছে__
যারা আজ প্রেতাত্মা স্মৃতি__
আমি জানি, এই তীব্র বিষোদাগারের সাময়িক অস্বস্তি কাটিয়ে
খানিক পরেই আবার, অতিরিক্ত স্বভাবিক হয়ে যাবেন।
-এ আপনাদের মজ্জাগত।
যেমন আমাদের মজ্জাগত, বারবার ঠকে তবু সব কিছু ভুলে যাওয়া ফের।
থাকুন আপনারা, আয়েশ করুন, আপনাদের কিচ্ছুটি শঙ্কা নেই।
আমাদের ক্ষোভ-ঘৃণা-জিঘাংসা আপনাদের কিচ্ছুটি করতে পারবে না।
আপনাদের বিরুদ্ধে বিদ্বেষ পুষলে আমাদের মন মরে যাবে।
আপনাদের থাপ্পর দিলে আমাদের হাতে গ্যাংগ্রিন হবে
ঘৃণা ভরে কিভাবে দেখবো আপনাদের! পঁচে যাবে, গলে যাবে
আমাদের চোখ।
আপনাদের সুন্দর মাখনের মত মুখে প্রস্রাব করতেও আমাদের ভয়!
-পাছে জ্বালা ধরে শিশ্নে!
বিশ্বাস করুন__
বিশ্বাস মিটে গেছে! আপনাদের প্রতি
আমাদের আর কোন অভিযোগ নেই।
অভিযোগ-ক্ষোভ; সে'তো মানুষের থাকে, মানুষের প্রতি।
না আপনারা আমাদের মানুষ ভেবেছিলেন।
না আমরা বিশ্বাস করি, আপনারা মানুষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


