আমি ভাঙ্গি ব্যাথা, নৈঃশব্দ, রাতঘোরে জড় নিষাদীর তীর
মুঠো মুঠো করে ছুঁড়ে ফেলি দূরে, জড়ো হওয়া যতো বিষাদের ভীড়।
প্রেয়সীর চোখে অনিমিখ প্রেম, রূপোলী কাঁকন, ভেঙ্গেছি তাও
বিকার বিহীন দলে চলি পায়ে, স্বপ্নের কুঁড়ি, আনত নাও
ডুবাই সরোষে, ঘৃণাহীন চোখে, আমাকে দেখে না উজানী কেউ_
আমি বালুচর, আমাতে বিকোয়, জীবন শ্রাবণে প্রণতি ঢেউ।
তবু আমি সুখ, অ-সুখের গালে ভীষণ পাঁচটা আঙুলের ছাপ
তাও আমি ক্লেদ, নোংরা, অ-ছুঁত, সুদকষা চোখে ক্ষমাহীন পাপ।
তাই ভ্রূকুটি, প্রত্যাখ্যান, হাতে ধরে রাখো উপহাসী ছাঁচ
জানি জানি ঐ খোলসের নিচে তীব্র কতটা ঈর্ষার আঁচ।
হা হা,
কারা থুতু দেবে, কারা তামাশায়, আমাকে পোড়াবে, ওড়াবে ছাই?
ওরা মৃত, ওরা জানে না জীবন, বিদ্রূপ করে আমাকে তাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


