ভাইরে , ৪ বৎসর ধইরা এলাকার স্মাইল ব্রডব্যান্ড ব্যবহার করি , লাইন যখন থাকে তখন ঠিক আছে , কিন্তু একটু ঝড় বৃষ্টি হইলেই লাইনের বারোটা বাজে , ঠিক করতে ১/২ দিন লাইগা যায় , মাঝে মাঝেই ফাইবার অপ্টিক কাটা পইড়া লাইন অক্কা পায় , স্পীড আপ ডাউনতো আছেই , সব চাইতে বড় কথা হইল যেইদিন মহা জরুরি কাজ থাকে সেইদিনই লাইনটা নষ্ট হইব
গতদিন লাইন ঠিক করতে আইসা কয় , আপনার তারে সমস্যা !
আর সহ্য হয়নারে ভাই , ছাইড়া দিমু এই লাইন , কিন্তু ভাবতেছি এই যে কয়েক টেরাবাইট মুভি নামাইছি এতদিন সার্ভার থেইকা , আরতো নামাইতে পারুম না
হেল্পাইয়েন , নইলে না খাইয়া মইরা যামু
আমি থাকি বনশ্রী এলাকায়
অফিস মহাখালি
ভালো নেটস্পীড আর ৬০০টাকার মধ্যে অবিচ্ছিন্ন অন্তত ৬জিবি সংযোগ আমার দরকার , কোন প্যাকেজ নিতে পারি এইটাও দয়া করে জানাইয়েন
অগ্রিম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১২ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




