somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩৩ তম বিসিএস এর প্রিলিমিনারী প্রশ্ন সমাধান

০১ লা জুন, ২০১২ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগার ভাই ও বোনেরা,

আপনাদের জন্য প্রশ্নটির সমাধান। দু' একটি ভুল থাকতে পারে এবং দু' তিনটির সমাধান নেই। যারা জানেন তারা দয়া করে শেয়ার করুন। আপনার ভিন্ন মত থাকলে তাও জানান।

৩৩ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রশ্ন সমাধানঃ
সেট নং – ২


১. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধিত হয়েছে – খ) ১৫ বার।
২. পূর্বাশা দ্বীপের অপর নাম – গ) দক্ষিণ তালপট্টি।
৩. মুজিবনগর অবস্থিত – গ) মেহেরপুরে
৪. সেন্টমার্টিন অবস্থিত – ঘ) কক্সবাজার জেলায়।
৫. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী – গ) রেডিমেড গার্মেন্টস।
৬. শালবন বিহার অবস্থিত – ঘ) কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে।
৭. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত – ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
৮. এশিয়া কাপ ক্রিকেট, ২০১২ অনুষ্ঠিত হয় – খ) শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম।
৯. বাংলাদেশের জাতীয় দিবস – গ) ২৬শে মার্চ।
১০. শ্রীলংকার মুদ্রার নাম – ঘ) রূপী।
১১. সার্ক এর সদস্য দেশ – গ) ৮টি।
১২. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি – ঘ) জেনারেল আতাউল গণি ওসমানী।
১৩. বাংলাদেশের রাজধানী – গ) ঢাকা।
১৪. পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত – ঘ) জেদ্দা।
১৫. পৃথিবীর গভীরতম স্থান – গ) প্রশান্ত মহাসাগর।
১৬. পৃথিবীর গভীরতম হ্রদ – খ) বৈকাল
১৭. ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে – গ) ব্রাজিলে।
১৮. শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা – খ) ময়মনসিংহ।
১৯. কোলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী ছবি – খ) গেরিলা
২০. বাংলাদেশের আপিল বিভাগে মোট বিচারক – ক) ১১ জন।
২১. এ্যান্টিবায়োটিক – গ) পেনিসিলিন।
২২. জন্ডিসে আক্রান্ত হয় – ক) যকৃত।
২৩. বিদ্যু৭ পরিবাহী নয় – ঘ) রাবার।
২৪. নবায়নযোগ্য শক্তির উৎস – ক) সূর্যরশ্মি।
২৫. ইন্টারনেট চালু হয় – গ) ১৯৬৯ সালে।
২৬. MKS পদ্ধতিতে ভরের একক – ক) কিলোগ্রাম।
২৭. চুম্বকে পরিণত করা যায় – খ) ইস্পাত।
২৮. Altimeter হল – ঘ) উচ্চতা পরিমাপক যন্ত্র।
২৯. মৌলিক পদার্থ – ক) লোহা।
৩০. স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু – ক) পারদ।
৩১. স্টেইনলেস স্টিলের অন্যতম উপদান – গ) ক্রোমিয়াম।
৩২. সর্বাপেক্ষা হালকা গ্যাস – খ) হাইড্রোজেন।
৩৩. ভারী পানির সংকেত – গ)D2O
৩৪. লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় – খ) দস্তা।
৩৫. পিতলের উপাদান – খ) তামা ও দস্তা।
৩৬. সিমেন্ট তৈরির কাঁচামাল – ক) জিপসাম।
৩৭. বিগব্যাঙ তত্ত্বের প্রবর্তক – গ) স্টিফেন হকিং।
৩৮. মহাজাগতিক রশ্মির আবিষ্কারক – ক) হেস।
৩৯. ইউরি গ্যাগারিন মহাশুন্যে যান – খ) ১৯৬১ সালে।
৪০. গীনিচ মানমন্দির – ক) যুক্তরাজ্যে।
৪১. তিন সদস্যের বিতর্ক দল ................. খ) ৩০ বছর।
৪২. (√3*√4)…… ঘ) 144
৪৩. সমকোণী ত্রিভুজের ......... ক) ১০ সেমি।
৪৪. mx+ny / m+n
৪৫. (a/b)…… ঘ) 4
৪৬. √√a….. গ) a↑1/3
৪৭. একটি সাবানের আকার ....... ক) ২৬৪০টি।
৪৮. সেট A…. গ) {5, 15,2}
৪৯. ১, ১, ২,............... খ) ৫৫
৫০. 4↑x + …….. গ) 2↑2x+2
৫১. রকীব সাহেব.....সুদের হার খ) ১৬-২/৩%
৫২. 2/√3+√2
৫৩. ৫ জন শ্রমিক...... ক) ৫ দিন।
৫৪. 36………… ঘ) 2
৫৫. একটি ত্রিভুজের দুটি কোণ ... ক) সমকোণী।
৫৬. (x-y,3)=(0, x+2y)…… ক) (1,1)
৫৭. x/y ........ গ) y↑2 - x↑2 /xy
৫৮. আয়তাকার ঘরের ..... খ) ৯৬ বর্গমিটার।
৫৯. ৩ সেমি, ৪ সেমি, ........... গ) ৬ সেমি।
৬০. একটি রম্বসের..... ক) ২৪ সেমি।
৬১. চর্যাপদ রচিত – গ) মাত্রাবৃত্ত।
৬২. কবিওয়ালা ও শায়েরের উদ্ভব - ক) আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে।
৬৩. কবি গানের প্রথম কবি – খ) হরু ঠাকুর।
৬৪. কেন পান্থ.... খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত।
৬৫. সঠিক চরণ – ক) ধন ধান্যে পুষ্পে ভরা।
৬৬. শুদ্ধ নয় বানান – ঘ) উর্দ্ধ
৬৭. গৃহী এর বিপরীত শব্ধ – ঘ) সন্ন্যাসী।
৬৮. Excise duty অর্থ – খ)আবগারি শুল্ক।
৬৯. শুদ্ধ বাক্য – ক)তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
৭০. তুমি আসবে বলে হে স্বাধীনতা .... খ) মিশ্র বা জটিল।
৭১. অগ্নি এর সমার্থক নয় – ঘ) প্রজ্জলিত।
৭২. সঠিক বানান – গ) নিশীথিনী।
৭৩. কোলন – খ) ঃ
৭৪. কল্লোল প্রকাশিত হয় – ক) ১৯২৩ সালে।
৭৫. সুকান্ত ভট্টাচার্যের রচনা – ক) হরতাল।
৭৬. ঢাকের কাঠি অর্থ – ঘ) মোসাহেব।
৭৭. বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ ...... ক) কুন্দনন্দিনী।
৭৮. শুদ্ধ বানান – খ) পিপীলিকা।
৭৯. গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন – গ) W B Yeats
৮০. The Origin and Development of Bengali Language লেখা – খ) ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
৮১. Noureen will discuss the issue with Nasir _______ phone. খ) over
৮২. Some writer sink _______ oblivion in course of time. ঘ) into
৮৩. Call to mind – means গ) remember
৮৪. Pass away – means খ) die
৮৫. Authoritarian - means ক) autocratic
৮৬. Permissive – implies গ) liberal
৮৭. Each of the sons followed _______ father’s trade. ঘ) his
৮৮. Subject – verb agreement refers to – গ) Number and person
৮৯. The error in the sentence, ‘One of the recommendation made by the committee was accepted by the authorities’ is – ক) recommendations
৯০. ‘The French’ refers to – ক) The French people
৯১. If a person cannot stop taking drugs, he is – গ) addicted to them.
৯২. The word ‘officialese’ means – ঘ) vague expression.
৯৩. ‘Succumb’ means – খ) submit
৯৪. We look forward to ____ a response from you. ক) to receiving
৯৫. If a part of a speech or writing breaks the theme, it is called – ঘ) anti-climax
৯৬. The expression ‘take into account’ means খ) consider
৯৭. কর্তপক্ষ তাকে তিরস্কার করল – ঘ) The authorities took him to task.
৯৮. ‘Such claim needs to be tested empirically’ means – গ) The test should be based on experience. S
৯৯. The idiom ‘put up with’ means – খ) tolerate
১০০. In many ways, riding a bicycle is similar to – ক) driving a car.

আপনাদের কয়টি হল? আমার ৮০ এর মত থাকবে।




সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:১৩
২৭টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫০১–এর মুক্তিতে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে…

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:০০



১. মামুনুল হক কোন সময় ৫০১-এ ধরা পড়েছিলেন? যে সময় অনেক মাদ্রাসা ছাত্র রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হয়েছিল। দেশ তখন উত্তাল। ঐ সময় তার মত পরিচিত একজন লোকের কীভাবে মাথায় আসলো... ...বাকিটুকু পড়ুন

ঝিনুক ফোটা সাগর বেলায় কারো হাত না ধরে (ছবি ব্লগ)

লিখেছেন জুন, ০৩ রা মে, ২০২৪ রাত ৮:০৯

ঐ নীল নীলান্তে দূর দুরান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। ১৯২৯ সালে রবার্ট মোস নামে এক ব্যাক্তি লং আইল্যান্ড এর বিস্তীর্ণ সমুদ্র... ...বাকিটুকু পড়ুন

'চুরি তো চুরি, আবার সিনাজুরি'

লিখেছেন এমজেডএফ, ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৪৮


নীলসাধুকে চকলেট বিতরণের দায়িত্ব দিয়ে প্রবাসী ব্লগার সোহানীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা বিলম্বে হলেও আমরা জেনেছি। যাদেরকে চকলেট দেওয়ার কথা ছিল তাদের একজনকেও তিনি চকলেট দেননি। এমতাবস্থায় প্রায়... ...বাকিটুকু পড়ুন

বরাবর ব্লগ কর্তৃপক্ষ

লিখেছেন নীলসাধু, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২২

আমি ব্লগে নিয়মিত নই।
মাঝে মাঝে আসি। নিজের লেখা পোষ্ট করি আবার চলে যাই।
মাঝেমাঝে সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য করি
তাদের লেখা পড়ি।
এই ব্লগের কয়েকজন ব্লগার নিজ নিক ও ফেইক... ...বাকিটুকু পড়ুন

ছাঁদ কুঠরির কাব্যঃ অপেক্ষা

লিখেছেন রানার ব্লগ, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২৩



গরমের সময় ক্লাশ গুলো বেশ লম্বা মনে হয়, তার উপর সানোয়ার স্যারের ক্লাশ এমনিতেই লম্বা হয় । তার একটা মুদ্রা দোষ আছে প্যারা প্রতি একটা শব্দ তিনি করেন, ব্যাস... ...বাকিটুকু পড়ুন

×