জ্বলজ্বলরূপিনী, কুলবিনাশিনী, উচ্ছলবেগিনী, দেহপসারিনী।
বলি হায় কম্পিত ওষ্ঠে চাপিয়া দন্ত
কলিকাল বলে যা জানিয়াছি নাহি তার অন্ত।
ও মামা হরি বল,
নরদেহ ছাড়ি চল
গিয়ে বসি ফ্যাতাড়ুর মাজারে,
কবিগুরু ভাট কহে
ঘোরকলি জেগে রহে
দেবতার কোল ছেড়ে মাগী'রা
ঘোরে ফেরে আজকাল বাজারে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



