কার কার ইংলিশ মিডিয়াম নিয়ে চুলকানি আছে?
কার মনে হয় ইংলিশ মিডিয়াম এর পোলাপাইন বাংলা মিডিয়ামের পোলাপাইন গুলার থেকে খারাপ হয়?
কি আপনাদের কি পিত্তি জ্বলে?
চুলকায় নাকি?
কই সব বাঙ্গা মিডিয়ামের পোলাপাইন কই গেলি? ইংলিশ মিডিয়ামের বিপক্ষে তো কোন যুক্তিসংগত কমেন্ট দিতে তো পারলি না। এক আ*ল গালাগাল করেছিলো, মুছে দিয়েছি। এর পর ব্লক করবো! ঢাবি র পোলাপাইনের মত সারাদিন ক্যাচাল করতে ইচ্ছা করে না। যেই ইউনি সেরা ৩০০০ এর লিস্টে নাই, সেই ইউনি তে পড়ে ঢাবি র পোলাপাইন ফাউ ভাব লয়! ওরা পারে খালি পিকেটিং করতে আর গাড়ি ভাংতে। ইতিহাসের কথা আমি ভালো মত জানি, এই ইউনির স্টুডেন্ট রা কি করেছে অতীতে! কিন্তু গত ১৫ বছরে কি করেছে বলেন? ঐতিহ্য বেচে আর কত খাবেন? এখন থামেন। স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না।
Click This Link
আমাদের শিক্ষাব্যাবস্থা ব্রিটিশ দের মত উন্নত না এইটা মানতে সমস্যা কোথায়? এটা তো আপনারা জানেনই, খালি মানেন না। ছোট হয়ে যাবেন তাই! এটা ঠিক না।
বারবার বলছি স্টুডেন্টদের দোষ নাই, শিক্ষাব্যাবস্থার দোষ। আমরা এটার শিকার, কি করার আছে?
Click This Link
আমার কথা
"আমি ব্রিটিশ কারিকুলাম এর ইংলিশ মিডিয়াম ও পড়ছি
বাংলা মিডিয়াম ও পড়ছি
ঢাকা ভার্সিটি পৃথিবীর সেরা ৩০০০ না থাকুক এই ভার্সিটি হুমায়ূন আহমেদ , জাফর ইকবাল থেকে শুরু করে আবু সাইদ কারে দেয় নাই??
মানলাম ইংলিশ মিডিয়াম এর পোলাপান খুব ভালো সব কিছুতে
ঢাকা ভার্সিটির আইবিএ তে ৯৫% বাংলা মিডিয়াম এর "খ্যাত" পোলাপান কেন চান্স পায় বলতে পারবেন??
ঐ তা তো ইংলিশ মিডিয়াম কারিকুলাম অনুযায়ী প্রশ্ন করে
তাও এরা চান্স পায় না কেন??"
লাস্টে একটা লিঙ্ক
Britain 'has the worst schools in Europe'
Click This Link
এই লিঙ্ক তা গুগল রকস এর পোস্ট এ দিছিলাম কিন্তু মুইছা দিছে
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১২ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




