মানুষ যে খানে যে মুহূর্তে মারা যায় সেটাই তার কবর
তাই তাঁর পরিবার যে সিদ্ধান্ত নিক আমাদের মানে নেয়া উচিত
আমার খুব আশা ছিল হুমায়ুন আহমেদ এর কবর কবি নজরুল এর পাশে হবে। আমরা যারা দূর থেকে স্যার কে দেখতাম এখন কাছ থেকে দেখব। হোক না স্যার এর কবর
যাই হোক
যেহেতু হুমায়ুন আহমেদ শাওন কে পছন্দ করত, ১৭ বছর ভালবাসছেন
আমাদের উচিত সেটাকে সম্মান করা। শাওন টাকার জন্য, নুহাস পল্লির জন্য বিয়ে করছে এই টাইপ কথা বললে আমরা স্যার এর আত্মা কেই কষ্ট দিব
শাওন পরে কি করে সেটা দেখার বিষয় কিন্তু আপাতত শাওন কে রেহাই দিন সবাই
আমাদের কাছে হুমায়ুন আহমেদ ছিলেন লেখক
কিন্তু শাওন এর স্বামী ছিলেন হুমায়ুন আহমেদ
অনেকের কাছে এটা খারাপ লাগ্লেও এতাই ফ্যাক্ট যে শাওন, হুমায়ুন আহমেদ এর পরিবার এর ইচ্ছা , সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত
মানুষ যত শাওন কে গালি দিবে তত হুমায়ুন আহমেদ এরই অসম্মান হবে
তাতে আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হবে না
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১২ ভোর ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




