আমারও একটি আবদার রয়েছে। কিছুদিন আগে আমার ৮ জিবির পেন ড্রাইভটা কোন একটি কম্পিউটারে ঢোকানোর পর এখন সেটি আমার বা অন্য কোন কম্পিউটারে ঢোকালে কম্পিউটার তা রিড করতে পারে না। Insert a disk into drive j টাইপের কিছু একটা মেসেজ দেয়। ছবি দেখুন
Malwarebytes Antimalware দিয়ে চেক করলে কোন ভাইরাস ধরা পড়ে না। ছবি দেখুন
Eset Nod32 দিয়ে ট্রাই করলে বলে রিড করা সম্ভব হয় না। ছবি দেখুন
এখন কিভাবে কি করি আমাকে একটু হেল্প করেন, প্লিজ।
এডিটেড ১৫.১.২০১০ সন্ধ্যা ৭:১১
জুয়েল ফুজির পোস্ট পড়ে আমার পেন ড্রাইভ সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে।
জুয়েল ফুজির পোস্টের লিংক Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



