
দুঃখ প্রকাশ করতে গিয়ে
বলি ছেড়ে হাফ,
শান্তির মা মইরা গেছে
কইরা দেরে মাফ!
"সালাম" অর্থ শান্তি জানি
আসমাউল হুসনা,
অজ্ঞতাতে বলছি সবে
এইটা মোদের দোষ না?
(২) জামায়াতের নিবন্ধন বাতিল, এখন কি ১৯ নাকি ২০-ই থাকবে?

জামাত নাকি অবৈধ দল
রায় দিয়েছে আদালত
প্রজ্ঞাপনে ইসি,
বিএনপি আজ কি করবে
ঊনিশ নাকি কুড়ি হবে
সেই দ্বন্দ্বে আছি!
(৩) ষড়যন্ত্রকারীদের সাথে সংলাপ?

ঐক্যজোটের নেতারা সব
করছে ষড়যন্ত্র;
এমপিরা- সংসদে কয় শুনি,
এসে গেছে চিঠির জবাব
সত্যি নাকি হবে আলাপ
তবু এখন- সংশয়ে দিন গুনি।
(৪) ধর্মঘটে শিশুর মৃত্যু

পোড়া মবিল মুখ রাঙালো
পানিতে- ধুইলে যাবে সেরে,
শিশুটা কি আসবে রে ভাই
ধর্মঘটে- প্রাণটা নিলো কেড়ে।
(৫) ছাত্রীর গায়ে কালি

বোনের গায়ে কালি কেন
জানতে সবাই চায়,
প্ল্যাকার্ড হাতে তাইতো দেখি
দাঁড়িয়ে রাস্তায়।
(৬) খালেদা জিয়ার মামলার রায় ও বিএনপির প্রতিক্রিয়া

দুর্নীতির ঐ রায় হয়েছে
নেত্রীর হয় হয় জেল,
এটা নাকি ফরমাইশি রায়
ঘরেই মারে তেল।
(৭) ট্রেনে ঊঠে যুদ্ধ করে

ধর্মঘটে অলস গাড়ি
আছে স্টেশনে,
বগির চিপায় নারী দেখো
কেমনে উঠে ট্রেনে!
(৮) রিকশাটাও রক্ষা পায় নি

ধর্মঘটের ২য় দিন
রিকশাতে যায় নারী,
চাকার ময়লা সাফ করে দেয়
জলদি পায়ে নাড়ি।
.................................।

ছবি: কালের কন্ঠ ও সমকাল..।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


