দীর্ঘ রাত এসেছে ফিরে হে বাউল
পাতার পথ ডুবে আছে আঁধারে
যেন মাতৃ শোকে নুয়ে গেছে বট
কিবা ছিল আর তার ভাঙা দরবার
পাগলির সংসার গলাগলি ভাব
চল্লিশ কদমের পর গৃহস্থ ঘর
লাউয়ের মাচার উপর ভাঙা হাঁড়ি
রেখেছে নজরদারি লতারপাতার
যেন কিছুই ছিলনা আর তার
সাতদিন মনে রাখে অনন্ত বুধবার
ভুল ভূমে শুয়ে ছিল দমের কারিগর
নাবালক পুত্র ছুঁয়েছে সে কাঁধ
ছুঁয়েছিল এঁটো হাত ক্ষম এ অপরাধ।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




