মাননীয় মডারেটর আমার একটি পোস্ট আজকে প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছেন। এর পর ফিরিয়ে দেবার পর দেখা গেল পোস্টের কিছু অংশ মুছে দিয়েছেন।
আমাকে বলতে হবে আমি মুছে ফেলা অংশে ব্লগের কোন নীতিমালা ভংগ করেছি।
আমি কোথাও থেকে কপি পেস্ট করি নাই। অন্য কোন ব্লগেও লিখি নাই। যদি আপনারা জবাব না দেন তাহলে আবার লিখার চেষ্টা করবো। আমার লিখা আমাকে কোন নোটিশ না দিয়ে এডিট করার আগে একবার বলুন কোন বিধি আমি ভংগ করেছি।
---------------------------------------------------------------------------
( আপডেট)
মডারেশনের পক্ষ থেকে লাভলুদা এর ব্যখ্যা দিয়েছেন বাগের কারণে এরকম হয়েছে বলছেন। পাঠকদের জন্য আমার সেও পোস্টে কি কি হয়েছে উল্লেখ করছি। আর কারও এর সবগুলো অভিগ্গতা হলে শেয়ার করলে বাধিত হব।
১। প্রথমে পোস্ট মুছে যায়
২। পরে আসার পর দেখা যায় এটি শুধু আমার ব্লগে প্রকাশিত
৩। এই পোস্টে কোন কমেন্ট করলে সেটা প্রথম পাতায় আসে না।
৪। পোস্টের কিছু অংশ মুছে যায়, যা আমি পরে আবার লিখেছি।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




