শারমিন কাজী বহ্নি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব লাইফ সায়েন্স এর মেধাবী শিক্ষার্থী।
েমরুদন্ডে প্রচন্ড ব্যাথা, খাদ্যনালীর সমস্যা, অতিরিক্ত রক্তক্ষরণ, ফ্যাটি লিভার, স্মৃতিভ্রষ্টতা, দেহের বা দিকে আংশিক প্যারালাইসিস সহ ২৮ টি ব্যাধিতে আক্রান্ত হয়ে গত ৫টি বছর সে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে। অদম্য প্রাণশক্তি আর আত্মবিশ্বাসের কারনেই হয়তো এখনও বেঁচে আছে সে।
বিদেশ যাওয়া আর অপারেশন বাবদ প্রায় ২৫ লাখ টাকার প্রয়োজন বহ্নিকে বাঁচাতে। বহ্নির মধ্যবিত্ত পরিবারের সাধ্য ফুরিয়ে এসেছে। বহ্নিকে বাঁচাতে এখন প্রয়োজন সকলের সহযোগিতা।
৫টি বছর যে মেয়েটি নিজের অদম্য প্রাণশক্তি আর মনোবলের সাহায্যে বেঁচে আছে, শুধু টাকার অভাবে নিঃশেষ হয়ে যাবে সে, এটা আমরা মেনে নিতে পারিনা। মানবতা এভাবে পরাজিত হতে পারেনা। বহ্নি বাঁচলে জয় শুধু বহ্নিরই হবেনা, সেটি হবে পুরো মানবতার জয়, আপনার আমার সবার জয়।
বহ্নিকে সহযোগিতা করতে পারেন নিচের ব্যাংক অ্যাকাউন্টির মাধ্যমে :
শারমিন কাজী বহ্নি
অ্যাকাউন্ট নং - 108.101.93610
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
শান্তিনগর শাখা
অথবা যোগাযোগ করুন 01673302525, 01673390853 নম্বরগুলোতে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



