যারা রাশিচক্র বিশ্বাস করেন তাদের জন্য:::::::::::
আজ আপনার জন্ম হলে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার উপর শুক্র, রবি ও শনি গ্রহের বেশী প্রভাব আছে।
আপনার শাসক গ্রহঃ শনি
'' জন্ম সংখ্যাঃ ৬
'' শুভ রত্নঃ হীরা, রুবী ও ইন্দ্রনীলা
'' '' রঙঃ আকাশী, কমলা ও রূপালী
'' '' ধাতুঃ লৌহ।
আজকের দিনের তিথিঃ শুক্লপক্ষে তৃতীয়া দুপুর ১২-৫৭-২২ সেঃ পর্যন্ত পরে চতুর্থী আরম্ভ।
মেষঃ প্রিয়জন কাছে আসবে। চাকুরী ক্ষেত্রে তৎপর হোন। যাত্রা ও বিয়ের আলোচনা শুভ। রাষ্ট্রীয় কাজে আনন্দ পাবেন। ব্যবসায় ঝুঁকি নেয়া থেকে বিরত থাকুন।
বৃষঃ প্রেম ও বন্ধুত্বে বিনিময় শুভ। সৃজনশীল কাজে প্রশংসা পাবেন। গোপন কাজ ত্যাগ করা শ্রেয় হবে। শিক্ষায় টেনশন বাড়বে। যাত্রা শুভ।
মিথুনঃ পূর্বের প্রতিশ্রুতি রক্ষায় পদক্ষেপ নিবেন। যাত্রায় আনন্দ পাবেন। বৈদেশিক কাজে নতুন কাজে অগ্রগতি লাভ করা সম্ভব হবে। প্রেমে বিনিময় শুভ।
কর্কটঃ পাওনা টাকা প্রাপ্তির যোগ আছে। হঠাৎ শারীরিক সমস্যা বাড়বে। সন্তানদের কাজে যত্নশীল হোন। যাত্রা ও বিনোদন শুভ।
সিংহঃ নতুন কাজে সফল হবেন। গোপন রোগ বৃদ্ধি পাবে। প্রিয়জন কাছে আসবে। শিক্ষায় উদ্দেশ্য পূর্ণ হবে। যাত্রা ও প্রেমে আশাপূর্ণ হবে। অর্থের প্রয়োজন বাড়বে।
কন্যা ঃ রান্নার কাজে প্রশংসা পাবেন। শিল্প ও বাণিজ্যে তৎপর হোন। অন্যের প্রভাবে পারিবারিক অশান্তি বাড়বে। যাত্রা ও প্রেম শুভ। কেনাকাটায় অধিক ব্যয়।
তুলাঃ পূর্বের পরিকল্পনা পরিবর্তন হতে পারে। ধর্মীয় কাজে প্রেরণা পাবেন। যাত্রা ও বিয়ের আলোচনা শুভাশুভ। শিক্ষায় উৎসাহ বাড়বে।
বৃশ্চিকঃ পূর্বের পরিকল্পনা পরিবর্তন হতে পারে। রাজনৈতিক কাজের অগ্রগতি হবে। যাত্রা ও বিনোদন শুভ। কেনাকাটায় অধিক ব্যয় হবে।
ধনুঃ পাওনা টাকা প্রাপ্তির যোগ আছে। গোপন কাজে সতর্ক হোন। সন্তানদের কাজে টেনশন বাড়বে। যৌথ কাজে সতর্ক হোন। যাত্রা শুভ।
মকর ঃ আইন ও বিচার সংক্রান্ত কাজে তৎপর হোন। প্রিয়জন কাছে আসবে। বেকারদের কাজের বাধা আসবে। যাত্রায় অপেক্ষা করতে বাধ্য হবেন।
কুম্ভঃ যৌথ কাজ সমাপ্ত করা সম্ভব হবে। টাকা প্রাপ্তির জন্য তৎপর হোন। শিক্ষায় প্রিয়জন কাছে আসবে। যাত্রা ও প্রেম শুভাশুভ।
মীনঃ অর্থের প্রয়োজন বাড়বে। গোপন কথা জানা সম্ভব হবে। প্রিয়জন কাছে আসবে। রাজনৈতিক কাজে প্রশংসা পাবেন। যাত্রা ও প্রেম মধ্যম।
জ্যোতিষ শ্রী কার্তিক কুমার রায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




