শবেবরাত নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম।
খুব শোভন পোস্ট।প্রথমেই সেখানে ডিসক্লেইমার লাগিয়েছি যে পর্যাপ্ত দলিল এবং রেফারেন্স ব্যাতীত সেখানে কেউ যেন কথা না বলেন এবং অপ্রাসঙ্গিক কোন বিষয় যেন সেখানে টেনে আনা না হয়।
আশা করেছিলাম,একটি সুন্দর আলোচনার মাধ্যমে এ বিষয়ে প্রাজ্ঞ ব্লগারদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া যাবে।আমরা যারা এ বিষয়ে কম জানি,তারা তাতে উপকৃত হবো।
আনফরচুনেটলি সেই পোস্টটি মহামহিম মডারেটরবৃন্দ মুছে ফেলেছেন।
মডারেটরদেরকে আমি এ নিয়ে কিছু বলতে চাই না।
গত কয়েকদিন আগে একটি পোস্টে আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যাতে করে ৩ শব্দের একটা শিরোনামে দুইটা ব্যাকরণগত ভুল তারা শুধরে নেন।এই যখন আমাদের তথাকথিক মডারেটরদের পড়াশোনার মান,তারা আমার লেখার তাৎপর্য বুঝতে পারবেন না বলেই বিশ্বাস করি।
আর না বুঝে নেয়া যে কোন পদক্ষেপকে আমি গুরুত্ব দেই না। একটি শিশু যদি অবুঝের মতো একটি সুন্দর ফুলগাছকে কেটে উপড়ে ফেলে,সেটা নিয়ে তর্ক চলে না।আল্লাহ উনাদেরকে বিদ্যাবুদ্ধি দান করুন এই কামনা করি।
সুতরাং আমার মুছে ফেলা পোস্ট নিয়ে কোন বক্তব্য নেই ।
তবে সহব্লগারদের কাছে আমার অনুরোধ থাকবে এধরনের বিভিন্ন প্রসঙ্গে আপনারা যদি উন্মুক্ত আলোচনার উদ্যোগ নেন কিংবা সেগুলোতে অংশ নেন তাহলে হয়তো এই ব্লগিং থেকে আমাদের সকলেরই কিছু পাওয়ার থাকবে।
আপনাদের সকলকে কৃতজ্ঞতা।
আর এই মুছে ফেলা পোস্ট নিয়ে কোন ধরনের অস্থিরতা না ছড়ানোর জন্য সানুনয় অনুরোধ।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




