somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অল ইন ওয়ান ফর্মূলা : কিভাবে নিজের পোষ্টে হিট এন্ড কমেন্টের বন্যায় ভাসিবেন :)B-)B-) (একটি জনস্বার্থে নিবেদিত T2রিয়াল)

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদিন আতিপাতি করে আইডিয়া খুঁজিয়া অতি কষ্টে এক খানা পোষ্ট লিখিয়া ব্লগে প্রকাশ করিবার পর যদি পোষ্টের কমেন্টে ধু ধু প্রান্তর রহিয়া যায় তাহাতে অতিশয় কষ্টের উদ্রেক হইবে। যাহারা নতুন ব্লগার তাহাদিগের পোষ্টে কমেন্ট দিবার মতো সচরাচর কাহাকেও খুঁজিয়া পাওয়া যায়না । আবার যাহারা পুরনো ব্লগার তাহারা অতি কষ্টে পোষ্ট দিবার পরেও বিষয় বস্তু আগ্রহী উদ্দীপক না হওয়াতে কেহ সেই পোষ্ট খুলিয়া দেখিয়া পড়িবার প্রয়োজন বোধ করেনা । ফলাফল কমেন্ট শূন্য । যার কারণে পরবর্তীতে পোষ্ট দেবার আগ্রহ হারিয়ে ফেলা স্বাভাবিক । হ্যাঁ আপনাকেই বলছি । আগ্রহ হারাইলে চলিবেনা । আপনার জন্যই আজকের এই T2রিয়াল । সো ডিয়ার পাঠকস মাউস-মনিটর দিয়ে পড়া শুরু করুন---


# শিরোনাম :
পোষ্টের শিরোনাম অবশ্যই আগ্রহী উদ্দীপক হইতে হইবে । পোষ্টের বিষয়বস্তু যাহাই হোকনা কেন এমন একটি শিরোনাম দিন যাহা দেখিয়া পাবলিক আপনার পোষ্টে হামলে পড়িবে । পতঙ্গ যেমন আগুনের দিকে ঝাঁপিয়ে পড়ে সেরকম । পাঠককে আপনার পোষ্টে পুশ ইন করিবার ইহা পূর্বশর্ত ।


# পোষ্টের শিরোনাম হতে পারে নিম্নরূপ :

**বিপ্লবী শিরোনাম :
১. দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি মানিনা , মানবনা
২. বিপদে ডরে না বীর
৩. ব্যানকে আমি করিনা ভয় , লেখক স্বাধীনতার হবেই জয়
৪. মডারেশনে স্বচ্ছতা চাই [ ঝুকিপূর্ণ তবে ব্যাপক কমেন্টস সম্ভাবনা ]

**বিতর্কিত শিরোনাম :
১. স্বাধীনতার ঘোষণা এবং ইতিহাস বিকৃতি
২. তাসলিমা নাসরিনের দেশে ফিরতে বাঁধা কোথায় ?
৩. হুমায়ুনের দ্বিতীয় বিয়ে এবং অন্তরালের খবর

হুজুগে বাঙালী বিতর্কিত কোন পোষ্ট পাইলে সেই পোষ্টে ধুন্ধুমার মার মার কাট কাট কমেন্ট করিতে বাকি রাখেনা । ইহা প্রমাণিত সত্য

**তৈলাক্ত শিরোনাম :
১ . জয় মডারেশন , জয় মডু স্যার
২. একখানা স্পেশাল জোকস্ অমুক মডু ভাইয়ের জন্য
৩. তমুক ভাইয়ের অমুক ভাবির মুখরোচক রান্না

অত্যধিক তেলের আধিক্যে নিজেরই ডুবিয়া মরিবার কিঞ্চিত আশংকা রহিয়াছে । অতএব তেল মারিতে হইবে জায়গা মতোন ।

**১৮+ শিরোনাম :
১. এক কালে আমি যা আকাম করিয়াছিলাম ( ১৮+ পোষ্ট )
২. রসময় গুপ্ত এবং আমার ভাবনা ( ১৮+ ছোটদের প্রবেশ নিষেধ )
৩. মাঝরাতে রাস্তায় দেখা মায়াবী সেই যুবতী ( ১৮+ শুধুমাত্র বড়দের জন্য )

নিষিদ্ধ জিনিসের প্রতি সব মানুষেরই আকর্ষণ চিরন্তর । অতএব আপনার পোষ্টে অত্যধিক হিট পাইবেন সেটা এক প্রকার নিশ্চিত । তবে মনে রাখিবেন ১৮ + পোষ্টের শিরোনাম অশ্লীল হওয়া চলিবেনা । নচেৎ পোষ্ট ডিলেট খাওয়ার সমূহ সম্ভাবনা রহিয়াছে । পোষ্টের মাঝে রগরগে বর্ণণাও গ্রহনযোগ্য নহে । নয়তো মডারেশন পোষ্টটি কতল করিতে পারেন । ১৮+ পোষ্টের শিরোনামে অবশ্যই "ইহা একটি ১৮+ পোষ্ট " ঘোষণা দিতে ভুল করিবেন না ।

**আমি কি হনু রে শিরোনাম :
১. নিজেকে ভিআইপি মনে হৈতেছে
২. ক্লাসে যখন ফাস্টবয় ছিলাম
৩. যেভাবে তাহার মন জবর-দখল করিলাম

এমন শিরোনামের পোষ্ট পাঠক আগ্রহ নিয়া পড়ে । তবে আপনার কমেন্ট পাওয়া নির্ভর করছে পোষ্টে আপনি কতটখানি আনন্দ দিতে পারিয়াছেন তার উপর । অতএব হাস্যরসের সহিত রসালো করে কাহিনীর বয়ান দিতে হইবে ।

**আঁতেল শিরোনাম :
ইহাও এক প্রকার "আমি কি হনুরে" ক্যাটাগরীভুক্ত । শিরোনাম এমন হতে পারে -
১. আমি যখন অফিসের বস ছিলাম [ আঁতলামি]
২ প্রধানমন্ত্রীর সাথে হঠাৎ দেখা । [ চাপা মারা ]

ইনিয়ে বিনিয়ে অনেক খানি লিখিবার পর পোষ্টের শেষে বলিতে ভুলিবেন না দুপুরের কাঠফাটা রোদ্দুরে ঢাকার রাজপথে শেরাটন মোড়ের ট্রাফিক জ্যামে প্রধানমন্ত্রীর সাথে আপনার হঠাৎ দেখা ।

**আস্তিক নাস্তিক শিরোনাম :
১. আমি কেন নাস্তিক
২. আস্তিকতার পুনর্জন্ম এবং আমার বিশ্বাস
৩ যে কারনে আমি ধর্ম বিশ্বাস করিনা , মানিনা

ইহা একটি ক্যাচাল কাম বির্তক সৃষ্টিকারী পোষ্ট । তবে মনে রাখিবেন লেখার স্বাধীনতা আপনার রয়েছে । কিন্তু অন্য ধর্মকে আক্রমন করিবার স্বাধীনতা আপনাকে দেয়া হয়নি। অতএব হয় নিজের নাস্তিকতা নিয়ে লিখুন নয়তো শুধু আস্তিকতা নিয়ে লিখুন । আস্তিক ও নাস্তিকের মাঝে সংঘর্ষ বাঁধাইলে নিজেই চিপায় পড়িয়া যাইবার আশংকা রহিয়াছে ।

**অমুক জনপ্রিয় ব্লগারের সাথে কিছুক্ষণ :
১. অমুক ভাইয়ের অফিসে একদিন
২. তমুক ভাইয়ের বিয়েতে
৩. লেকের পারে তেনার সাথে বাদাম চিবুতে চিবুতে কিছু সময়

এই ধরনের পোষ্ট দেবার আগে যাকে নিয়ে রচিত তিনি জনপ্রিয় কিনা সেটা লক্ষ্য রাখিবেন? অজনপ্রিয় বিতর্কিত কাউকে নিয়ে এমন পোষ্ট দেয়া হইলে পোষ্ট ফ্লপ হইবে ।

**কারণ দর্শানো শিরোনাম :
১. যে কারনে আমি ব্যান হলুম [ শান্তিনিকেতনী হলে ভালো হয় ]
২. অপরাধী জানিলনা কি তার অপরাধ
৩. ব্লগে সাম্প্রতিক অস্থিরতার ব্লগীয় রহস্য অনুসন্ধান

এই ধরনের শিরোনামের পোষ্ট পাঠককে আপনার পোষ্টের দিকে আকৃষ্ট করিবে । যথিবহীত হিট এবং কমেন্টস পাইবেন ।

**গুজব , উড়াধুরা , অনুসন্ধান শিরোনাম :
১. গনভবনের সামনে বোমা বিস্ফোরণ , কতটুকু সত্য ?
২. অমুক দল তুমুক ইস্যুতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল ডাকিয়াছে
৩. প্রধানমন্ত্রীর গাড়ি বহর আক্রান্ত , আসল ঘটনা কি ?

এই ধরনের পোষ্ট দেবার আগে সত্যমিথ্যা যাই হোক পোষ্টে তথ্য সূত্র উল্লেখ করিতে ভুলিবেন না । তথ্যসূত্র এমন হতে পারে -
"আমার দূর সম্পর্কের তমুক আত্নীয় গণভবনের সামনে দিয়া যাইবার সময় এই মাত্র জানাইয়াছেন যে....... ঘটনা যাহাই হোক তিনি তো আর আমার সাথে মিথ্যা বলিতে পারেন না ! "
" অমুক স্থানের আঞ্চলিকক পত্রিকা মারফত জানিতের পারিলাম আগামীকাল......"
" আমার পরিচিত এক সাংবাদিক নওগাঁ হইতে জানাইয়াছেন যে প্রধানমন্ত্রীর গাড়িবহর......... আসলে ঘটনা কি হয়েছে কেহ জানেন কি ?"

ব্যস আপনার কাজ শেষ । পোষ্টে কমেন্ট নিয়ে আর ভাবতে হবেনা ।


** হাও মাও মূলক শিরোনাম :
১. ছিনতাইয়ের কবলে আমি , হায়রে কপাল !
২. সাধের মোবাইলখানা চুরি হয়ে গেল , আফসুস !
৩. আর কতদিন বেকার থাকিব ?

আশা করা যায় আপনার পোষ্টে পাঠক ব্যাপক সমবেদনা এবং সহমর্মিতা নিয়ে ঝাপাইয়া পড়িবে ।

# পোষ্টের শিরোনাম বোল্ড করুন :
অনেক অনেক পোষ্টের মাঝে আপনার পোষ্ট খানি আলাদা ভাবে দৃষ্টি আকর্ষনের জন্য ইহা একটি অতি গুরুত্বপূর্ণ ট্রিকস । পোষ্টে শিরোনাম বোল্ড করুন ।

# শিরোনামে নতুনত্ব আনুন ☼ ♀ :
আপনার পোষ্টটি আরো অধিক ভাবে দৃষ্টি আকর্ষন করিবার জন্য আপনি ইমোটিকনস যেমন - :D:)B-);)/:):((X((:P এবং বিশেষ বিশেষ সিম্বলের , যেমন - © ® ± Ө ۩ ۞ ■ ╬ ≡ ∑ ■ ▒ ░ █ □▼► ♥ ♪ ♫ ☼ ♀ ♂ ♣ « » ™ Ω ইত্যাদির সাহায্য নিতে পারেন ।

শিরোনামে সিম্বলের জন্য Start > All Programs > Accessories > system Tools > Character Map যান । তারপর Arial ফন্ট হতে স্ক্রল করে পছন্দের সিম্বল বেছে নিন ।

# পোষ্টের উপযোগী ছবি ব্যহার করুন :
আপনার পোষ্টের সাথে উপযোগী ব্যতিক্রম ছবি ব্যবহার করুন । যা দেখে পাঠক আকৃষ্ট হয় । পোষ্টের প্রথমে ছবি দেয়া আপনার পোষ্টের প্রচ্ছদের কাজ করে ।

# ভেবে চিন্তে লিখুন পোষ্টের প্রথম প‌্যারা :
এতক্ষন তো বলা হলো কিভাবে শিরোনামের মাধ্যমে পাঠককে আপনার পোষ্টে আকর্ষন করিবেন । কিন্তু যারা চতুর পাঠক তাহরা শুধু শিরোনাম দেখেই আকৃষ্ট হয়না । তাহলে উপায় ?
আপনার পোষ্ট যখন প্রকাশ হয় তখন পোষ্টের সামান্য কিছু অংশ প্রিভিউ হিসেবে প্রথম পাতায় শো করে । চতুর পাঠকরা এই প্রিভিউ পড়েই সিদ্ধান্ত নেন পোষ্টে প্রবেশ করিবেন কিনা । অতএব পাঠক আকৃষ্ট করার জন্য পোষ্টের প্রথম প‌্যারা খুব ভেবে চিন্তে লেখা জরুরী ।

# কমেন্টের রিপ্লাই করুন চতুরতার সাথে :
মন্তব্যকারীর কমেন্টের উত্তর আপনি এমন ভাবে দিন যাতে সেই মন্তব্যকারী আবারো আপনার কমেন্টের বিপরীতে কমেন্ট দিতে অণুপ্রাণিত হন । যার ফলে আপনার পোষ্টে কমেন্টের সংখ্যা বাড়িবে । যেমন :

মন্তব্যকারী : অনেক ধন্যবাদ পোষ্টের জন্য । আমার অনেক কাজে লাগিবে।
পোষ্টদাতা : আপনার কাজে লাগিবে জেনে আমি আনন্দিত ।
অফটপিক : আপনার নিকটা আমার পরিচিত মনে হচ্ছে । আগে কোথাও কি দেখা হয়েছে আপনার সাথে ?
মন্তব্যকারী : কি যে বলেন ! আমিতো ভাই থাকি চট্টগ্রামে । দেখা হবে কেমনে ?
পোষ্টদাতা : আরে ভাইজান , চাঁটগায় তো আমার শ্বশুরবাড়ি । আপনি তো তাহলে আমার শ্বশুর বাড়ির লোক । আহেম আহেম ।
মন্তব্যকারী : তাই নাকি ? তাহলে তো.......... [টু বি কনটিন্যুড]

কমেন্ট রিপ্লাইয়ের ধরন বিভিন্ন রকম হতে পারে :

**কুশল বিনিময় মুলক
** আলোচনামূলক
**বিতর্ক কমেন্ট
** বাঁশ দেয়া মূলক [ কিঞ্চিত ঝুকিপূর্ণ]
** হুমকি মূলক [ অধিক ঝুকিপূর্ণ]
** তৈলাক্ত কমেন্ট [ ইহা ফলদায়ক ]

বিস্তারিত লিখিলামনা । নচেৎ পোষ্ট অধিক বড় হয়ে যাবে ।

# সাময়িকভাবে কমেন্টের রিপ্লাই বন্ধ রাখুন :
পোষ্ট প্রথম পাতায় আসিবার পর প্রথম প্রথম কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে আর কমেন্টের রিপ্লাই দিবেন না । পোষ্ট প্রথম পাতা হইতে সরিয়া গেলে ৩-৫ মিনিট পরপর কমেন্ট এর রিপ্লাই দিন । তাহা হইলে প্রথম পাতায় সাম্প্রতিক কমেন্টের তালিকায় আপনার পোষ্টখানা সবসময় সকলের দৃষ্টি আকর্ষিত হইতে থাকিবে।

# নিক ফ্যাক্টরি খুলুন :
নিজের পোষ্ট নিজেই জমানোর জন্য ইহা একটি অন্যতম তরিকা । নিজের অন্য নিক হইতে নিজের পোষ্টে কয়েকটা বিতর্কিত কমেন্ট দিয়ে আসুন । আর পেছনে দেখিতে হইবেনা । আগুন জ্বলিয়া উঠিবে । দলে দলে লোক আসিবে আগুনে কেরোসিন ঢালিতে ।

# গিভ এন্ড টেক সিস্টেম :
যাদের নিক ফ্যাক্টরি নেই তাহারা এই সিস্টেম ব্যবহার করিতে পারেন । এই সিস্টেমে কয়েকজন ব্লগারের সহিত আপনার ঘনিষ্ঠ সম্পর্ক রাখিতে হইবে । ওরা আপনার পোষ্টে আসিয়া যেমন বিতর্কিত কমেন্ট করার সাথে সাথে আপনাকে রক্ষা করিবে তেমনি আপনিও তাহাদের পোষ্টে নিয়মিত একই কার্য করিবেন । ইহাকে ডিজিটাল ব্লগার সিন্ডিকেট ও বলা যায় । এতে আপনার পোষ্ট ব্যাপক হিট কাম কমেন্টে ভাসিবে ।

# অফপিক আওয়ারে পোষ্ট প্রকাশ করুন :
এমন এক সময় পোষ্ট প্রকাশ করুন যখন পোষ্ট প্রকাশের হার কম থাকে । যার ফলে আপনার পোষ্ট প্রথম পাতায় আরো বেশী সময় শোভা বর্ধন করিবে । আমার পর্যবেক্ষন হইতে দেখা যায় রাত আটটা হইতে রাত ১১টা পর্যন্ত পোষ্ট জ্যামিতিক হারে কমিয়া যায় । কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক ব্লগার কাম পাঠক অনলাইনে থাকেন । এই সময়ের মাঝে পোষ্ট প্রকাশ করিবার চেষ্টা করুন । ফলে তাহারা ধীরে সুস্থে আপনার পোষ্ট পড়িবার সময় পাইবে । আবার সুপার অফপিক আওয়ার মানে রাত ৩টা হইতে সকাল ৮টায় পোষ্ট দিলে নিশ্চিত ভাবেই ফ্লপ হইবে ।

# অন্যদের পোষ্টে কমেন্ট করুন :
অন্যদের পোষ্টে বেশী বেশী কমেন্ট করুন । মনে রাখবেন "দি মোর ইউ গিভ কমেন্টস দি মোর ইউ গেট ব্যাক ।"

# পোষ্ট পড়িবার ধৈর্য না থাকিলে :
পোষ্ট পড়িয়া কমেন্ট দিবার মতো ধৈর্য না থাকিলে শুধু ইমো দিয়ে নিজের চানমুখ দেখাইয়া চলে আসুন । এতে ব্লগ কমিউনিটিতে আপনার পরিচয় বাড়িবে । যাহা নিজের পোষ্টের জন্য সহায়ক ।

# বিশেষ দিনের জন্য আগুন গরম পোষ্ট রেডী রাখুন :
১. জাতীয় শোক দিবস : বঙ্গবন্ধুর খুনিদের বিচার চাই
২. প্রেক্ষাপট ১/১১ : বাংলার নয়া মীর জাফর স্বৈরাচারের হাতে গণতন্ত্রের পতন
৩ . মহান একুশে ফেব্রুয়ারী এবং জাতীয় চেতনা

পাঠক এই ধরনের পোষ্ট আগ্রহ নিয়ে পড়ে । ভাগ্য ভালো হলে পোষ্ট ষ্টিকি হইতে পারে । সেক্ষেত্রে কমেন্ট এবং হিট এর জন্য ভাবিতে হইবেনা ।


# ব্যতিক্রম এক্সক্লুসিভ পোষ্ট করুন :
বেশী বেশী পোষ্ট করে কমেন্ট খড়ায় ভুগিবার চেয়ে সারাদিন ভেবেচিন্তে একটি ব্যতিক্রমী পোষ্ট দিলে সেটা সবার নজর আকৃষ্ট করে । এতে পাঠকের কাছে নিজের আলাদা একটা স্ট্যান্ডার্ড সৃষ্টি হয় । এই ধরনের পোষ্টে কমেন্ট এবং হিটের অভাব হয়না ।


***ডিসক্লেইমার : ইহা সর্বসাধারনের জন্য নিবেদিত একটি পর্যবেক্ষণমূলক T2রিয়াল । পোষ্টের সব টিপস এন্ড ট্রিকস সবার জন্য কার্যকরী নাও হইতে পারে । সেক্ষেত্রে লেখকের কোন দায়-দায়িত্ব থাকিবেনা । যাহারা জানেন এবং যাহারা জানেন না তাহাদের সবার জন্য রইল শুভকামনা । হেপ্পি ব্লগিং ।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৬
২৬টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল্টা ফ্লাইট - নিউ ইয়র্ক টু ডেট্রয়ট

লিখেছেন ঢাকার লোক, ১৬ ই মে, ২০২৪ সকাল ৮:২৬

আজই শ্রদ্ধেয় খাইরুল আহসান ভাইয়ের "নিউ ইয়র্কের পথে" পড়তে পড়তে তেমনি এক বিমান যাত্রার কথা মনে পড়লো। সে প্রায় বছর দশ বার আগের ঘটনা। নিউ ইয়র্ক থেকে ডেট্রিয়ট যাবো,... ...বাকিটুকু পড়ুন

ল অব অ্যাট্রাকশন

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৬ ই মে, ২০২৪ সকাল ৮:৪৫

জ্যাক ক্যান ফিল্ডের ঘটনা দিয়ে লেখাটা শুরু করছি। জ্যাক ক্যানফিল্ড একজন আমেরিকান লেখক ও মোটিভেশনাল স্পিকার। জীবনের প্রথম দিকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। আয় রোজগার ছিলনা। ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ছিলনা।... ...বাকিটুকু পড়ুন

চরফ্যাশন

লিখেছেন এম ডি মুসা, ১৬ ই মে, ২০২৪ সকাল ১০:৫৯



নয়নে তোমারি কিছু দেখিবার চায়,
চলে আসো ভাই এই ঠিকানায়।
ফুলে ফুলে মাঠ সবুজ শ্যামলে বন
চারদিকে নদী আর চরের জীবন।

প্রকৃতির খেলা ফসলের মেলা ভারে
মুগ্ধ হয়েই তুমি ভুলিবে না তারে,
নীল আকাশের প্রজাতি... ...বাকিটুকু পড়ুন

কর কাজ নাহি লাজ

লিখেছেন বাকপ্রবাস, ১৬ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৪


রাফসান দা ছোট ভাই
ছোট সে আর নাই
গাড়ি বাড়ি কিনে সে হয়ে গেছে ধন্য
অনন্য, সে এখন অনন্য।

হিংসেয় পুড়ে কার?
পুড়েপুড়ে ছারখার
কেন পুড়ে গা জুড়ে
পুড়ে কী জন্য?

নেমে পড় সাধনায়
মিছে মর... ...বাকিটুকু পড়ুন

নতুন গঙ্গা পানি চুক্তি- কখন হবে, গ্যারান্টি ক্লজহীন চুক্তি নবায়ন হবে কিংবা তিস্তার মোট ঝুলে যাবে?

লিখেছেন এক নিরুদ্দেশ পথিক, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:২৬


১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। ফারাক্কা বাঁধ শুষ্ক মৌসুমে বাংলাদেশে খরা ও মরুকরণ তীব্র করে, বর্ষায় হঠাৎ বন্যা তৈরি করে কৃষক ও পরিবেশের মরণফাঁদ হয়ে উঠেছে। পানি বঞ্চনা এবং... ...বাকিটুকু পড়ুন

×