দুই শ' ঊনসত্তর//
রাস্তার ফকির, এমন কি কুকুরের প্রতি তার কী অসীম দয়া !
অথচ সকল নিষ্ঠুরতা দেখি তোমার জন্য রাখা আছে, কামাল !
দুই শ' সত্তর//
ফুলের হাসিতে কি সে হাসে, নাকি তার হাসি দেখে ফুল ফোটে ?
তাও জানো না কামাল ! জ্ঞানের অহম নিয়ে ফানুস ওড়াও !
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




