লেখক - মুসতাফিজুর রহমান
অনেক লিখেছি তোমাকে নিয়ে
তবুও লিখার আকাঙ্খা রয়ে গেছে, আগের মতোই।
ভালোবাসার স্বপ্নজাল বুনে যাচ্ছি তোমাকে নিয়ে
সে জালে আটকে যাচ্ছি ক্রমাগতই।
সর্বক্ষন এক মোহো আবেস্টিত থাকে আমার আশ-পাশ
তোমাকে নিয়ে
সেই মোহে জ্ঞান শূন্য আমি অবিরত।
আমার সকল আত্মসমর্পন তোমার ভালোবাসার কাছে
যে ভালোবাসা আমার লেখনিকে করবে মহিমান্নিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


