২০২২ সালের ২৩শে আগস্ট ক্যাঁচাল ভাইয়ের আগমনে সামহোয়্যারইনব্লগ ধন্য হয়।
স্বপ্নবাজ সৌরভ প্রথম ভিজিটর হিসেব ক্যাঁচাল ভাইয়ের ব্লগ ভিজিট করিয়া নিজেকে ধন্য করেন।
"সে কোন বনের হরিণ ছিলো আমার মনে" শিরোনামে "অপ্সরা"র লিখা পোস্ট ক্যাঁচাল ভাইয়ের প্রথম + ও মন্তব্য পাইয়া ধন্য হয়।
সেইসাথে উক্ত মন্তব্যের জন্যে ক্যাঁচাল ভাইকে প্রথম প্রতি উত্তর করিয় ধন্য হোন "অপ্সরা"।
এদিকে ক্যাঁচাল ভাইয়ের পোস্টেও প্রথম মন্তব্য করিয়া ধন্য হোন "অপ্সরা"।
ফলে নিজের পোস্টের প্রথম প্রতিউত্তরটি "অপ্সরা"কে দিয়া ধন্য করেন ক্যাঁচাল ভাই।
এই পোস্ট দিয়ে রাখলাম, আগামী ১০ বছর পর কাজে লাগতে পারে।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



