মুর্খক মঞ্চে দার করিয়া- করিয়াছ যত ঋনি,
ততই রইতে ফুল তুলি-এসো তুমি কি নির্নয়নী ?
তুমি বলিয়াছ তুমি তো নবীন এসো অসীম
প্রবন্ধ বল কবিতা আর ইত্যাদি-তুমি কে ?
এসো আমি নব হব কবী।
মোদের আয়োজনে কবিতা কন্ঠে দাও কঁন্ঠিক
চিৎ গলায় বল আমি নব সংখ্যার সঞ্চয়ী।
জীবনে প্রেমই কাঁফি-বাঁকি রয়েছে অনেক কাহানী
ফুল নিবানা পুতুল নাকি মায়ের প্রিয় কন্যাক,
সে কি তুমি আহা শরমায় দৌড়ায় আদরনী
সে যে চিরন্ত ভালবাসির দিয় ঠাই তুমি।
তুমি করিয়াছ সে নব্য তুল কি তার ভুল ?
কতটুকু জানে বয়স যে তার বায়িশ,
এস আমি নব হব কবী।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১০ রাত ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





