সকল জয়তে সব প্রিয়তে তুমি নারী।
মন্দ নহে কো ভালই আঁকি তবে ছবি...........
না হয় হইলাম একিদন পথের কন্যা
তোর ছোট আলয় হইলাম আমন্ত্রনা্ ।।
সত্যই তুমি সুন্দরী নহে তুমি রুপবতী
তব নব পাতেয় বাধা রংতুলিয়,
সুকরে গড়িয় কালোকে গড়িয়াছ তুমি গৌরি.........
তবে কাজল চোখে পয় কান্না আমার
ধুয়ে দিয় জ্বালা কোন জল ফেনীয় ।।
সুচারে গছিয় শাড়ির পার বধু কি- না যি
জানিয় দিয়ো আমি বাঙ্গালী কন্যাকি.
বাড়ি শহর তিল তবু মাথার পাড়া টগরী.............
তাকয়ি যেথায়ো নয়ন করি
মিল আঁখি তুমি আঁক গো ছবি ।।
কন্যাকে দাও কিছু সকল জুরিতে তমি রুপবতী
দিলাম গহনে বকুল মালা নাকে ফুল বড়ই,
আসা যত সকম বাঁকি তাই বেদেনীর..................
নদীয়া তীর কাগজ তরি মোরি
ভাসিয়া কন্যা্ হল হাসি খুলি্ ।।
আমি নুতন বৃক্ষি আসি- মান করিব সকল পাখি
এক মন তোমা শুধু হতে চাই সে হেলী,
সাথে লয়ে শুন্য ভালি তোমা হাতে করনাবতী.............
আহ স্মৃতি, বীথি, প্রীতি দেখ বড় সখী
আঁকায়না ছোট বড় সখী কদম খুটি ।।
তুমি ফর্সা আমি শ্যামলী তুমি কুৎসিত
সকারে গড়িয় কালাকে করেছ তুমি গৌড়,
তব বড় সখী ফাঁকা ললাটে দিলাম তব টিপ.............
আমা ভাঙ্গা আয়না তাকাও বিশ্বনন্দি
মুর্খ্যক গলায় ধরি এনেছ চক্ষে জল তুমি ।।
অক্ষর হীন গ্রামে তুমি প্রথম এমন করে চল খেলি
ধনী মেয়ে হল গরীব কি খাওয়াবে ছোট সখি,
খেচুরী বেগুন ভাজা আর তুমি যা চাও...................
তুমি আটানা আমি চারানা বিথী
তার মায়ের গোলায় চাউল চুরী ।।
আঁচল ধরি আসিবা কহ আবার ভুলকি ভাত খাইতে
ভালো লাগিল তোমার ব্যাবহার সংসয় কাটিল অমানুষ,
হে শহর তলি রইল নিমন্ত্রন আসয় গ্রাম তলি.............
খুবি খুশি আজ কান্দিতেও ভালবাসি
সরল গ্রামে সরল মুখে তুমি প্রিয় হাসি।
হে একটি ছবি।
-অবহেলারক্রান্তি
প্রচারে- ছেকাপ্রাপ্তদের সভাপতি
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১০ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





