পথ প্রান্তে পড়ে থাকা দু-দু নয়ন
পেল খুজে তাদের চোখের জল,
ঐ ছুড়া কৈ হয় থাকা নামকি তোর বোকা
চুপি চুপি হয় দেখা কাঁকলী জানে তার কথা ।
আমি চাইলে কই হয় দেখা কত ভাল চন্দ্রা
পরখনে আনিত প্রাণে ভয় করে ভীতকার
ক্ষমা কর, তুমি সুন্দর আমি যে অবহেলা ।
লোকও কারন, তাই বারন জানে মন
তুমি তনয় আমি তনয়ী,
তবু বলি মরন চেয়ে থাকা এই ধরন
পাবার ক্ষনে অন্তর জানে, তার কারন ।
চাইতে না হয় হল, মোদের সুখ খানী
কইও বুদ্ধু কেমন.............
কইবার বেলায় তনয়ী কি আশায় তোরে বাসী
হিয়ায় খুজে তার ভাল সন্ধানে তুমি প্রিয়,
আছে যার গান গাইতে বীনায় সূর সূরলী
ভালবাসী ভালবাসী কালো তার নয়ন খানী ।
তবুও বলি মরন চেয়ে থাকে এই ধরন
পেল খুজে তার চোঁখের জল।
-অবহেলারক্রান্ত্রী
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১০ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





