ছোট যার বাড়ি- নাগো কাঁদিব আমি
ছোট যার আশার কলি-না ছিন্ন করি।
প্রিয় হও প্রিয়সী তোরে না বাসি
উড়ে যায় নীল পাখি নাগো ছাড়ি আমি।
প্রেম মরি বাসিতো-পপি, সোহানা, রমাক
যারা প্রেমিক তাহাকেও দিই একটি গোলাপ
যাহার কেহ নাই তাহাকেও দুটি গোলাপ।
সে কালো - কেহ প্রেম না করি
সে তব সকল আশ্রয়
তাহার হাসি খুশি মোর সত্য তুমি প্রেমিকা।
সুন্দরী ক্ষমা করিবা,
তুমি তো সকলতে আঁড়ি
এক যাই দুই আসবে তিন করিবা বিয়া তুমি
অবহেলারক্রান্তী
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১০ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





