সে মোর কবিতা
সে হল এক একটি কবিতায়
আশন্তির দায়ে অভিমানে পরিয়া লাল টুপি ?
পথের পাড়ে হে তব- তুম অনেক সুন্দরী
তাদের ভাললাগায় ওমক লাগে সুন্দর
কালো নেত্রে রঙ্গীন চশমা বদনে রকমারী,
নীল জিন্সের পেন্ট লাল সার্টের ঝিকিমিকি।
আরেক সুন্দরিয়- ভালোই লাগে ওক
ঠোটে সিগারেট হাতে মোবাইল টিপি।
তাইতো কবি ভাগ্য নদীর তীরে বসিয়া আছি।
আমি খুবি আছি স্বজনীতে যারে পত্র লিখি,
তোমরাই থাকো সুখি, প্রেমের গানে গাই্ও প্রেমিক
সে কবিতা
হল আজ সে এক একটি কবিতায়
ঐ যে দেখ তব লেখা মোর যৌ্বন কবি
নিস্ব বাক্যয় না কাদিব কেন তোরে খুজি।
তবু নয়ন পেতে জল সত্য তোরে যে বাসি,
আমারও পরান পারে তারিই- চিত্রখানি
একদিন আসিবে সে বিস্বাসে- হামাগুড়িই
ব্যথার অহোংকারে সুখের পল্লবী।
তোর ছোট আলয় বানাবী রানী,
ভালবাসার মিলনে সে যে আনিতে পারি,
কাঁদতে দা্ও না আজ সে তব সুখের বানি
সত্য আজ কান্দিত্ওে ভালবাসি।
নিবার বেলায় শুধু চাই হে কবি
কথা দা্ও মরিবা না কোন দিন ।
কেন মারিবা আমি যে তোরেই করি
তোমার চাহায় উঠুক তব কেশে সকল ফুল ,
সকল ধারায় মোর অঙ্গনে বহুক সহজ,
তোর ছন্দয় সাজা কবি তোর কবিতায়-
বধু তোর সজ্জায়
তবু কেনরে এত লজ্জায়................?
-অবহেলারক্রান্তী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





