
গত বছর নভেম্বরের শুরুতে গিয়েছিলাম সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে। আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটা।

ট্যুরটা এরকম ছিলঃ
০১ তারিখ রাতেঃ সুনামগঞ্জের বাসে ঢাকা ত্যাগ।

০২ তারিখ ভোরঃ সুনামগঞ্জ শহর। সেখান থেকে নাস্তা করে বৈঠাখালি ঘাট। বৈঠাখালি থেকে হোন্ডায় চেপে ৩৫ কিলো পথ পাড়ি দিয়ে তাহেরপুর বাজার।

সেখানে আমাদের গাইড (বেলাল মামা) উপস্থিত ছিলেন। তাকে সাথে নিয়ে বাজার-সদাই করে উঠলাম আমাদের ট্রলারে। প্রথমে গন্তব্য মামার বাসা।

দুপুরঃ মামার বাসার ঘাটে নৌকা রেখে বাসা থেকে ভাত, তরকারি নৌকায় এনে নৌকার ছাদে লাঞ্চ।

ঘন্টাখানেক রেস্ট নিয়ে গেলাম বাগলি স্থলবন্দর। সেখান থেকে বিকাল নাগাদ পৌঁছালাম হাওড়ের মাঝামাঝিতে।


বিকালঃ হাওড়ে গোছল, দাপাদাপি, বড়শি দিয়ে মাছ আহরণের সেমি-সফল চেষ্টা।

সন্ধ্যাঃ ব্যাক টু মামার বাসার ঘাট। ঘন্টাখানেক ট্রলারের ছাদে আড্ডার পর সেখানে ডিনারের ব্যবস্থা। রাত ট্রলারেই কাটালাম। কাঁথা, চাদর, বালিশ মামার বাসা থেকেই এসেছিল।

পরদিন ভোরঃ বারিক্কিরটিলা বর্ডার। ট্রলার থেকে নেমে বিশ মিনিটের চমৎকার একটা হোন্ডা রাইড ও ছিল। ছবির মতো সুন্দর জায়গা।

সেখান থেকে বেলাল মামার বাসায়। লাঞ্চের পর্ব শেষ করে ব্যাক টু তাহিরপুর বাজার।

দুপুরঃ তাহিরপুর টু বৈঠাখালি (হোন্ডায়)। তারপর কাউন্টারে এসে আড়াইটার বাসে ব্যাক টু ঢাকা।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




