♣♣♣♣♣♣

কতশত মৃত্যুর খবর চোখে ভেসে আসে অবিরত,
তবুও হইনি কভু মহান মালিকের বিশালত্বে নত।
কত করুন সুর কলতান বাজে মন মোহনায়,
তবুও পাশান আমি আবদ্ধ বিলাসমণি কামনায়।
কত আপন,কত শখের হয়ে গেল জীবনের শেষ ,
তবু ও গড়াগড়ি করি দীপ্যমান তৃণভূমিতে বেশ।
কতশত বট-বৃক্ষ,কত বিশাল অরণ্য হয়েছে বিরান,
তবুও সোনামুখে গরিয়সী জন্মের হিরন্ময়ে হয়রান।
কত চাঁদ মুখ ঢেকে গেলো অবেলায় আস্তাকুর,
তবুও জলমগ্ন সাগরের পোতা্শ্রয়ে দেই পরিপুষ্ট তৃপ্তির ঢেঁকুর।
কতশত হারানোর টর্চার সেলে ওষ্ঠায় চবুক বিঁধে,
তবুও অসংযত জিহ্বামৃলের ধৃষ্টতা অগাধ বিধৃত ।
কতশত মৃত্যুর ছাপ ফেলে য়ায় শিখবার নিত্যতার,
তবুও পাঠ্য চুকিয়ে দেখা হবে না শিরোনাম স্বীয় কবিতার।
----------------------------------------------------------------
উৎসর্গ ---আমার অন্যতম প্রিয় ব্লগার তাজুল ভাইকে।
আশাকরি, আবার উনাকে আমাদের মাঝে পাবো।
প্রিয়জন মায়া লাগিয়ে রইলো নীরবে,
আজ তাকে খুব মনে পড়ে।
ছবি- তাজুল ভাইয়ের কাছ থেকে ইনবক্সে পাওয়া সৈয়দ তাজুল ইসলাম
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




