বিজয়ের মাসে ভিনদেশীদেরকে নিয়ে কোটি কোটি টাকা খরচ করে অনুষ্ঠান একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে মেনে নিতে পারছিনা,আমরা নিঃস্ব হয়ে গেলাম নাকী?৩৯ বছরেও আমরা আমাদের অস্তিত্ব প্রকাশ করতে পারলামনা কেন? আমাদের দেশে শিল্পীর অভাব আছে নাকী?আমাদের তথাকথিত গুনিজনরা যারা আমাদেরকে পথ দেখাবে তারাই আজ ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য বিদেশী নায়ক-নায়িকা,বিদেশী নাটক-মুভি-গান নিয়ে ব্যস্ত, আজ আমাদের চেতনা -আমাদের নিজস্ব ব্যক্তিত্ত-আমাদের কালচার-সর্বপরি আমাদের অস্তিত্ত আমরা হারাতে বসেছি।
স্বাধীনতার চেতনা লালনকারীরা আজ নিশ্চুপ কেন?
আমরা পরনির্বরশীলতা ভুলে যখন নিজের পাঁয়ে দাড়ানোর চেষ্টা করছি ঠিক তখন আমাদের গুনিজনরা আমাদের ভোলামণকে আরো ভুলিয়ে দিচ্ছেন,আমরা আমাদের সংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এগুতে চাই,
বিজয়ের মাসে আমাদের সংস্কৃতি দিয়ে উৎসব হওয়া চাই,ভিনদেশীদেরকে দিয়ে নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




