কোটি টাকা খোয়াবে-জনগনের বারোটা বাজাবে
রক্ত দিয়ে নদী হবে-মানুষ মরবে পুলিশ মরবে
দেশের বারোটা বাজবে-ঘসেটি আনন্দে হাঁসবে
***************************
আড়িয়লবাসীর রক্ত ঝরবে-রক্তের উপর নৌকা চলবে
মাটি দিবেনা পণ করবে-মাটির টানে জীবন দিবে
কত মানুষের জীবন যাবে-লাশের উপর বিমান চলবে
মানুষের কভে চোখ খুলবে-মানবতা কভে মুক্তি পাবে
***************************
মানুষের খুন মানুষে খায়-ওরে মানুষ তেড়ে আয়
দেশের মানুষ অসহায়-দেশ আজ শকুনের কব্জায়
মানুষ আবার জাগবে-সব হারায়ে বুঝবে
বুঝেও আর কি লাভ -দেশের মালিক তার বাপ
লুটেরা আরো লুটবে-দেশের মানুষ কাঁদবে
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




