somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

******আয়নাবা‌জি******

০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলা সি‌নেমা জগতে বর্তমা‌নে "আয়নাবা‌জি" জয়জয়কার সর্বত্র । আ‌মি ও এই মু‌ভির ট্রেলার দে‌খে অ‌নেক আশা নি‌য়ে ব‌সে ছিলাম।ক‌বে বের হ‌বে ? ক‌বে দেখব ! বের হওয়ার সা‌থে সা‌থে দেখার ইচ্ছা বাড়‌লো শতগুন । কিন্তু বি‌ভিন্ন ব্যস্ততার জন্য প্রথম ক‌য়েক সপ্তাহ এর ম‌ধ্যে দেখা হ‌য়ে উ‌ঠে নাই ।

অবে‌শে‌ষে গত সপ্তা‌হে দে‌খে ফেললাম , 'আয়নাবা‌জির' কা‌রিশমা । সি‌নেমাটা গতান‌ুগ‌তিক সি‌নেমা থে‌কে অ‌নেকাংশ ভাল একটা প্লট এ তৈ‌রি হওয়া ছ‌বি । ত‌বে যতটুকু আশা ছিল, তা সম্পূর্ন কর‌তে পা‌রে নাই । অ‌নেক গু‌লো অসংগ‌তি প্রশ্ন‌বিদ্ধ ক‌রে‌ছে।

প্রথ‌মেই ব‌লে নেই , আ‌মি কোন চল‌চিত্র বোদ্ধা নই । তবু নিজ জ্ঞা‌নে আমার কা‌ছে প্রত্যাশা পূরন হওয়ার ম‌তো হয় নাই । অ‌নেকটা সেই প্রবাদ এর ম‌তোঃ- 'যত গ‌র্জে , তত ব‌র্ষে না '

অ‌নে‌কে‌ বল‌তে পা‌রেন কেন এত প্রত্যাশা ? আ‌রে ভাই হ‌বে না কেন ! প‌রিচালক ও প্র‌যোজক এই প্রত্যাশার সৃ‌ষ্টি ক‌রে‌ছে ।

এবার আশা যাক কেন এত প্রত্যাশা এবং আয়নাবা‌জি কেন বাংলার ঘ‌রেঘ‌রে মানু‌ষের মুখে মু‌খে যতটা না মু‌ভির জন্য তার থে‌কে বে‌শি এর মা‌র্কে‌টিং প্লান এর কার‌নে ।

আয়নাবা‌জির প‌রিচালক অ‌মিতাভ রেজা ও প্র‌যোজক গাউসুল আলম শাওন তা‌দের মু‌ভি কে মা‌র্কে‌টিং ক‌রে, এমন পর্যায় নি‌য়ে গে‌ছে এখা‌নে গাউসুল আলম শাওন এর ভূ‌মিকা সব থে‌কে বে‌শি , কারন তি‌নি হ‌চ্ছেন "গ্রে" ব্যাবস্থাপনা প‌রিচালক । তার কা‌নেকশন বা মা‌র্কে‌টিং প্লান কত সুদূর প্রসারী তা আমরা ক‌য়েক‌টি বিষয় খেয়াল কর‌লেই বুঝ‌তে পারব।


* বাংলা‌দে‌শে সর্বপ্রথম হাই‌সি‌কিউ‌রি‌টি জেল কা‌শিমপুর কারাগা‌রের ভিতরে ও কন‌ডেম সেল শু‌টিং । ঢাকা পুরাতন জে‌লের ভিত‌রে শু‌টিং , নব‌নি‌র্মিত কেরানীগঞ্জ জেলখানায় শু‌টিং । তাও আবার জে‌লের অ‌নিয়ম নি‌য়ে ! সো বুঝ‌তেই পার‌ছেন ।

* সা‌থে আসল পু‌লিশ , আসল কারারক্ষী ও পু‌লিশ ভ্যান ।

* বাংলা‌দেশ খেলার দিন , স্টে‌টে‌ডিয়াম পুরা আয়নাব‌া‌জির মা‌র্কে‌টিং দখল । এমন কি অ‌ফি‌সিয়াল মাইক ও !

* বাংলা‌দে‌শের ক্রি‌ক্রেট টি‌মের রি‌ফ্রেশ‌মেন্ট এর জন্য পু‌রো দল কে আয়নাবা‌জি দেখা‌নোর ব্যবস্থা করা ।

* সর্ব‌োপ‌রি সকল মি‌ডিয়া সমান তা‌লে কাভা‌রেজ ।

* আর অনলাই‌নে প‌রিচালক নি‌জে ও আমর‌া তো আ‌ছিই ।

* পাই‌রে‌সির ফাঁদ আর প্রশাসন তৎপর ।

এতো কিছু এক সা‌থে আর কোন মুভির জন্য হয় নাই। সো মু‌ভি যতটা না তার নিজ গু‌নে প্র‌সিদ্ধ হ‌য়ে‌ছে , তার থে‌কে বে‌শি হ‌য়ে‌ছে মা‌র্কে‌টিং প্লান এর জন্য ।

আর সব‌থে‌কে‌ বড় তুরুপ এর তাশ ছিল 'র‌বি' এর কা‌ছে তিন‌দি‌নের জন্য গ্রাহক দের দেখার ব্যবস্থা । যেখান থে‌কে পাই‌রে‌সি হয় ।
এটা আমার একান্ত ব্যক্তিগত মত । এই পাই‌রে‌সি টুকু হ‌বে , এটা পু‌রো আয়নাবা‌জির টি‌মের মা‌র্কে‌টিং এর অংশ বলা যায় প্রি-প্লান । যাস্ট প্রচারনা গ‌রিলা মা‌র্কে‌টিং বলা যায়।

৩০ শে সে‌প্টেম্বর মু‌ক্তি পাওয়া ছ‌বি , যার ব্যয় ৬০ লক্ষটাকা।
‌কিন্তু আয় হ‌য়ে‌ছে সা‌ড়ে ৬ কো‌টির ও বে‌শি!
আর কিছু কি বাকী থা‌কে ?

যারা দেখার তারা হ‌লে যে‌য়ে দে‌খে ফে‌লে‌ছে , বা যারা আস‌লে হ‌লে গি‌য়ে দেখ‌বে তারা ওই রেজু‌লেশন দে‌খার চাই‌তে হ‌লে গি‌য়েই দেখ‌বে। আর আয়নাবা‌জি ২০~৫০ টাকার টি‌কি‌টের হ‌লে মু‌ক্তি দেওয়া হয় নাই । ও‌দের টাকা টা একবা‌রে র‌বির মাধ্য‌মে উ‌ঠে আস‌লে ক্ষ‌তি কি ।
বুঝেন নাই ব্যাপারটা !



এবার আশা যাক আয়নাবা‌জির পারফর‌মেন্স নি‌য়ে ।

অ‌ভি‌নেতাঃ চঞ্চল চৌধুরী , জর্জ , গাউসুল আলম শাওন , মাসুমা না‌বিলার অ‌ভিনয় শৈ‌লি আয়নাবা‌জির প্রাণস্বরুপ হ‌য়ে ধরা পড়ে‌ছে । বি‌শেষ ক‌রে চঞ্চল অন্যবদ্য ।



স্টো‌রিঃ এখা‌নেও ওই গাউসুল আলম তার মু‌ন্সিয়ানা দে‌খি‌য়ে‌ছেন । বাংলা‌দে‌শের গতানুগ‌তিক সি‌নেমা থে‌কে ব্য‌তিক্রম।




ক্যা‌মেরা ও সি‌নে‌মোটোগ্রা‌ফিঃ এখা‌নেই মু‌ভি‌টির যত মু‌ন্সিয়ানা ব‌লেন আর শৈ‌ল্পিকতাই ব‌লেন রা‌শেদ জামান তার পু‌রোটাই ঢে‌লে দি‌য়ে‌ছেন । আমার ম‌তে রা‌শেদ জামান না থাক‌লে আয়নাবা‌জি এর বা‌জি টা আর হ‌তো না ।এক‌জন রা‌শেদ জামান থাক‌লে সেই ছ‌বির প‌রিচালক আর কিছু নিয়ে ভাবা লাগ‌বে না ।




প‌রিচালকঃ অ‌মিতাভ রেজা তার দুর্দান্ত কাজ দে‌খি‌য়ে‌ছে এই ছ‌বি‌তে , ছোট ছোট গল্প (এ্যাড) বানা‌তে বানাতে তি‌নি এক‌টি বড় কাজ করে ফেল‌ছেন। যা অবশ্যই প্রশংসা দা‌বিদার ।



‌কিন্তু

আয়নাবা‌জির ১৪৪ মি‌নিট এর প্রথম পর্ব শেষ পর্যন্ত ঠিকই ছিল গ‌ল্পের ধারাবা‌হিকতা অনুযা‌য়ি। কিন্তু শেষ প‌র্বে প‌রিচালক বড় তাড়াহুড়া ক‌রে ফে‌লে‌ছে, ম‌নে হয় শেষ করার জন্য বড় তাড়া । একান্ত ব্য‌ক্তিগত মত অবশ্য ।

আমার কা‌ছে ম‌নে হয়, আয়না চ‌রিত্র যখন নিজাম চৌধুরীর ক্যা‌রেক্টা‌রে প্র‌বেশ করল । ঠিক তখনই ছিল চরম ক্লাই‌মেক্স যা প‌রিচালক ধ‌রে রাখ‌তে পা‌রে নাই।

আয়না টাকার জন্য কাজ ক‌রে, য‌দিও পরবর্তী তার প্র‌য়োজন উ‌ল্লেখ‌যোগ্য নয় কারন 'মা' তারা মারা গে‌ছে বহুআ‌গে। তারপর ও যখন সে নিজাম চৌধুরী ‌ক্যা‌রেক্টার ইন হ‌লো ধ‌রে নিলাম তার প্রে‌মিকা ও তার ভ‌বিষ্যৎ জীব‌নের ল‌ক্ষ্যে । তার গু‌নের ম‌ধ্যে অন্যতম হ‌লো অন্য‌কে ক‌পি করা । সো সেই চ‌রিত্র টা আর কিছুক্ষন প্লে হ‌লে ভা‌লো হ‌তে‌া ।

এবার একটু অবাধ্যতাঃ
বু‌ড়ো কারারক্ষী কে ক‌য়েক‌মি‌নিট এ কথায় হিপ‌নোটাইজ ক‌রে তা‌কে ব্যবহার ক‌রে জেল থে‌কে পলায়ন এ কোন ক্রি‌য়ে‌টি‌ভি‌টি নাই ।
‌ক্রি‌য়ে‌টি‌ভি‌টি হ‌তো, আয়না নি‌জে‌কে নিজাম চৌধুরীর জায়গায়টা দখল ক‌রে ফেল‌লে। নিজাম চৌধুরী কে নিজ বুদ্ধিগু‌নে জে‌লে এ‌নে তা‌কে আয়না বা‌নি‌য়ে ফাঁ‌সি কা‌ষ্ঠে ঝু‌লি‌য়ে । সমা‌জে নি‌জে‌কে নিজাম চৌধুরী হিসা‌বে প্র‌তিষ্ঠা পে‌লে সেটা হ‌তো ক্রি‌য়ে‌টি‌ভি‌টি । যেখা‌নে নিজাম চৌধুরী ক্লিন ই‌মেজ তৈরি ক‌রে সে সামা‌জিক ভা‌বে প্র‌তিষ্ঠা পেত সেটা হত আয়না চ‌রি‌ত্রের সাফল্য যেখা‌নে তার চ‌রিত্র ক‌পি করার ক্ষমতা সম্পূর্নতা পেত ।

একটা জায়গায় বিশাল আপ‌ত্তি ! "আয়নাবা‌জি" কে পা‌রিবা‌রিক ছবি হিসা‌বে আখ্যা দেওয়া হ‌লেও আ‌মি তা মান‌তে পার‌ছি না । বরং ১৮+ ছ‌বি বলা উ‌চিত ছিল । জর্জ (কুদ্দুস) এর ডায়লগ , একজন নারীর ব্যাকসাইড এর ক্লোজ শর্ট এ হাটা, একজন শিশু শি‌ল্পি কে দি‌য়ে ম‌ডেল এর বাতাস দেওয়া , জে‌লে ভিত‌রে প‌রি‌বেশ এর অংগভ‌ঙ্গি কখন ও পা‌রিবা‌রিক হ‌য়ে উ‌ঠে নাই, এখন ও আমা‌দের বাংলা‌দে‌শে প‌রিবা‌রে।


প‌রি‌শে‌ষে বলব, ছ‌বিটা ভা‌লো লাগার ম‌তো । ত‌বে যেভা‌বে প্রচার ও প্রসার হ‌য়ে‌ছে তাতে যতটুকু আমার আশা ছিল পুরন কর‌তে পা‌রে নাই ।

চঞ্চল চৌধুরী কে অ‌শেষ ধন্যবাদ এই রকম একটা অ‌ভিনয় উপহার দেওয়ার জন্য সেই সা‌থে অ‌মিতাভ, গাউসুল, ও রা‌শেদ ভাই কে ও ধন্যবাদ ।

‌বিঃদ্রঃ উপ‌রোক্ত মত একান্ত ব্য‌ক্তিগত । কা‌রো সা‌থেই না মিল‌তে পা‌রে। আর বর্তমা‌নে ৯০% বেশি মানুষ দে‌খে ফে‌লে‌ছে তাই ক্লাই‌মেক্স গু‌লো প্রকাশ ক‌রে ফে‌লে‌ছি ।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

লিখেছেন হাসান কালবৈশাখী, ০৩ রা মে, ২০২৪ সকাল ৮:০২

গাজায় হামাস উচ্ছেদ অতি সন্নিকটে হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ও লসএঞ্জেলসে কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পরেছিল। আস্তে আস্তে নিউ ইয়র্ক ও অন্যান্ন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমত তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছিল।


... ...বাকিটুকু পড়ুন

৫০১–এর মুক্তিতে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে…

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:০০



১. মামুনুল হক কোন সময় ৫০১-এ ধরা পড়েছিলেন? যে সময় অনেক মাদ্রাসা ছাত্র রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হয়েছিল। দেশ তখন উত্তাল। ঐ সময় তার মত পরিচিত একজন লোকের কীভাবে মাথায় আসলো... ...বাকিটুকু পড়ুন

মেহেদীর পরিবার সংক্রান্ত আপডেট

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৩ রা মে, ২০২৪ রাত ৮:৪৯


মার্চ মাস থেকেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। ক'দিন আগেও খুলনায় যাওয়ার ইচ্ছের কথা জানিয়েও আমার বিগত লিখায় কিছু তথ্য চেয়েছিলাম। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও মেহেদীর পরিবারকে দেখতে আমার খুলনা যাওয়া হয়ে... ...বাকিটুকু পড়ুন

'চুরি তো চুরি, আবার সিনাজুরি'

লিখেছেন এমজেডএফ, ০৩ রা মে, ২০২৪ রাত ১০:৪৮


নীলসাধুকে চকলেট বিতরণের দায়িত্ব দিয়ে প্রবাসী ব্লগার সোহানীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তা বিলম্বে হলেও আমরা জেনেছি। যাদেরকে চকলেট দেওয়ার কথা ছিল তাদের একজনকেও তিনি চকলেট দেননি। এমতাবস্থায় প্রায়... ...বাকিটুকু পড়ুন

বরাবর ব্লগ কর্তৃপক্ষ

লিখেছেন নীলসাধু, ০৩ রা মে, ২০২৪ রাত ১১:২২

আমি ব্লগে নিয়মিত নই।
মাঝে মাঝে আসি। নিজের লেখা পোষ্ট করি আবার চলে যাই।
মাঝেমাঝে সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য করি
তাদের লেখা পড়ি।
এই ব্লগের কয়েকজন ব্লগার নিজ নিক ও ফেইক... ...বাকিটুকু পড়ুন

×