মানুষ প্রজাতি হিসাবে মায়ার বিত্তবান বুদ্ধিদিপ্ত সঙ্গিদের হ্নদয় নিগরানো শুভেচ্ছা। আমি নতুন ব্লগারের পাশাপাশি সদ্য শুরু করা লেখকও। আপনাদের ঝাঁকে প্রবেশ করতে পেরে নিজেকে স্বাচ্ছন্দ অনুভব করছি। এজন্য বাঁধ বাঙ্গার আওয়াজ' কর্তৃপক্ষকে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই।
সুনেছি আমার এই বঙ্গদেশে ভাষার জন্য অনেক রক্ত ক্ষয় হয়েছে। স্বাধীনতার জন্যও দিতে হয়েছে অপরিমেয় রক্ত। একটাই চাওয়া স্বাধীন ভাবে নিজের মত প্রকাশ। তবে বুঝতে পারার পর থেকেই দেখছি একদল মানুষ প্রায় সময়ই স্বার্থপর ভাবে নিজের সাজানো মতটাই প্রকাশে মূখ্য ভূমিকা পালন করেন। আর্চয্যজনকভাবে সবক্ষেত্রে তাদেরটাই প্রধান্য পায়। মাঝেমধ্যে মনেহত, বেচারা স্বাধীনতা শব্দটি পরিনয়রুপে মতপ্রকাশ বঞ্চিতদের কাছে লজ্জায় পরে পালিয়ে বেরাচ্ছে।
তবে প্রথম যখন ব্লগদেখি তখন ধারনার কিছুটা হলেও বিচ্যুতি ঘটে। বাস্তবায়ন হোক আর না হোক অন্তত কিছু মানুষতো তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের মত জানাতে পারছে। জ্ঞান ভান্ডার থেকে সংকলিত সেইসব মত কত যে সুন্দর হতে পারে তা ব্লগে প্রবেশ না করলে ওই বিষয়ে শিশুই থেকে যেতাম। সবচেয়ে বিষ্ময়কর ব্যাপার হল তারা প্রত্যেকেই খুব ভালো লেখক। মনে হয়েছে, সত্যই অসীম জ্ঞান গুদামের জন্য মানুষ প্রজাতি উত্তম মত প্রকাশের পাশাপাশি দক্ষ লেখকও। মানুষকে ভিন্ন মাত্রার এসব ক্ষমতা দেওয়ার জন্য মহান সৃষ্টিকর্তাকে বিশেষভাবে কৃর্তজ্ঞতা জানাই।
পাশাপাশি সৃষ্টিকর্তার পৃথিবীতে সৃষ্টির সেরা জীব মানুষের জীবনবৃতান্ত সম্পর্কে নিজের মত করে ধারনা দেওয়ার চেষ্টা করেছি। যদিও এই লেখাটি একমাস আগের লেখা। কিন্তু ব্লগে প্রথম লেখা উপলক্ষে এটাই তুলে ধরলাম।
১/ নামঃ মানুষ
২/ পিতার নামঃ অজানা(বিভিন্ন ধর্মীয় মতে মানুষের আদি পিতা)
৩/ মাতার নামঃ মাটি বা ভূমি।
৪/ স্থায়ী ঠিকানাঃ কবর।
৫/ অস্থায়ী ঠিকানাঃ পৃথিবীর বিভিন্ন স্থান।
৬/ জন্ম তারিখঃ পৃথিবী সৃষ্ঠির পর কোন এক সময়।
৭/ বয়সঃ মানুষ সৃষ্ঠি থেকে বর্তমান সময় পর্যন্ত।
৮/ জাতীয়তাঃ মানুষ প্রজাতি।
৯/ ধর্মঃ মানব ধর্ম।
১০/ যোগ্যতাঃ বুদ্ধিমত্তা।
১১/ অভিজ্ঞতাঃ যে কোন অবস্থাই উত্তমভাবে নিয়ন্ত্রনের দক্ষতা।
১২/ রক্তের ধরনঃ লাল।
১৩/ অফিসঃ পৃথিবী নামক গ্রহে।
লেখক -----মিঠুন পাল
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




